ধূমকেতু প্রতিবেদক, ইব্রাহীম বাবু, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরের লক্ষিপুর (মানিকরা) গ্রামে প্রভাবশালী শফিউদ্দিন, মজিবুর ও হাবিবুর রহমানদের মানিকরা মৌজার ৬৯ দাগের পুকুরটির উত্তর পাড় ভেঙে ৫৯ নং দাগের ক্রয়সূত্রে মালিক আসতার আলীর বসতঘর পুকুরে ভেঙে পড়েছে।
ওই পুকুরের পানির তোড়ে একই পাড়ার বাবলু, আনারুল, মন্টু, নজরুল, আমিরুল, ইসরাফিল ও শুকুরুদ্দীনের বসতবাড়ির সীমানাও পুকরে ভেঙে গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে কয়েকবার স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য লোকদের নিকট বিচার চেয়েও প্রতিকার পয়নি ভুক্তভুগিরা। তাই বাধ্য হয়েই গত ২৩/১১/২০২১ইং তারিখ উপজেলা নির্বাহী অফিসার বরাবর পুকুরপাড়বাসীর পক্ষে বেশী ক্ষতিগ্রস্ত আস্তার আলী অভিযোগ দায়ের করেছেন।
আস্তার আলীর অভিযোগপত্রে জানা গেছে, তিনি গত ১৫/৭/২০১২ ইং তারিখে তিনি ও তার স্ত্রী মনোয়ারা বেগমের নামে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটি গ্রামের বজলুর রহমান ও মজিবুর রহমান উভয়ের পিতা আলহাজ¦ তাইফুর রহমান, অপর ওয়ারিশ মিজানুর রহমানের মৃত্তান্তে তার স্ত্রী সালেহা বেগম, ছেলে মাহফুজুর রহমান ও মেয়ে ফাহমিদা রহমানের অংশ থেকে মানিকরা মৌজার হাল ৪৩নং খতিয়ানের ৫৯দাগের ৬শতাং জমি (৬৯ নং পুকুরের উত্তরপাড়) ক্রয় করেন। সেখানে আস্তার আলী মাটির ঘর নির্মান করে বসবাস করতে থাকেন।
আরও জানা যায়, দীর্ঘ ১০বছরে ৬৯দাগের পুকুরের পানির তোড়ে আস্তার আলীর বসতবাড়ির দক্ষিনাংশ পুকুরে ভেঙে পড়তে থাকে। আস্তার আলীসহ অন্যান্য ভুক্তভুগিরা পুকুরের উত্তরাংশ বহুবার বাধ দিয়ে রক্ষার চেষ্টা করেও পুকুরের ভাঙন রোধ করতে পারেনি। ইতিপূর্বে পুকুরের মালিকদেরকে অনেকবার অনুরোধ করেও তারা ভুক্তভুগিদের অনুরোধ রাখেনি। তাই পুকুরপাড়বাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকিট প্রতিকার চেয়ে আবেদন করেছেন।
এবিষয়ে পুকরের মালিক মজিবুর রহমান ও হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তারা বলেন, পুকুরের পাড় ভাঙবেই। প্রয়োজনে তারাই পাড় রক্ষা করুক। প্রতিকারের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আবেদন পেয়েছি, উভয়পক্ষের শুনানীর পর সিদ্ধান্ত নেয়া হবে।