ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পুরাতন বগুড়া রোড নামে পরিচিত হাটঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ গেট পর্যন্ত সড়কের পানি নিস্কাষনের কোনো ব্যবস্থা নেই।
ফলে একটু বৃস্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিশেষ করে কাচা বাজারের পশ্চিম পাশের রাস্তায় জমে থাকে পানি। ফলে পায়ে হেটে যাওয়াও কস্টকর হয়ে পরে।
বিগত কয়েক বছর আগে জনগুরুত্বপূর্ণ সড়কটি জায়গায় জায়গায় কার্পেটিং ওঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়। তার কিছুদিন পরেই উক্ত বাজারের রাস্তাটি শুধু মাত্র ইট দিয়ে সংস্কার করা হয়। তখন থেকে জনসাধারনের চলাচলের কিছুটা উপকার হলেও সেষ হয়নি নির্বিঘ্নে যাতায়াতের সমস্যা।
এমতাবস্থায় হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ গেট পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি পাকা এবং পানি নিস্কাষনের জন্য ড্রেন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃস্টি কামনা করেন অত্র এলাকাবাসী।