IMG-LOGO

শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলবিরোধী বিক্ষোভদিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাবনায় অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেফতার ৩চাঁপাইনবাবগঞ্জে ‘হিট স্ট্রোকে’ ট্রাফিক পরিদর্শকের মৃত্যুমান্দায় ১৫ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনখাবার খেতে খেতে পানি পান করলে কী হয়রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে বিট পুলিশিং মতবিনিময়পোরশার নোচনাহারে ৩টি দোকান ভূষ্মিভূতজিম্বাবুয়ে সিরিজে শুরুতে কেন খেলবেন না সাকিবযুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ধরপাকড়আবারও ঢাকার সিনেমায় অভিনেত্রী পাওলিসাপাহারে রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়‘যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে’‘যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি’রাণীনগরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
Home >> প্রবাস >> টপ নিউজ >> বাইডেনের ট্রাম্পকার্ড নেভাদা

বাইডেনের ট্রাম্পকার্ড নেভাদা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর দুদিন পেরিয়ে গেলেও চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। নাটকীয়তায় ভরা নির্বাচনের টানটান উত্তেজনায় বিশ্ববাসী।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এবং তাদের সমর্থকরা টানা দুই রাত নির্ঘুম কাটিয়েছেন। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ইতোমধ্যে ৪৪টির ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত প্রাথমিক ফলাফলে বাইডেনের পালেই জয়ের হাওয়া লেগেছে। হিসাবনিকাশে ট্রাম্পের জয়ের সম্ভাবনা ফিকে হয়ে আসছে। বাইডেন জয়লাভের দ্বারপ্রান্তে থাকায় বেশকিছু রাজ্যে ভোটের ফল গণনা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। কারচুপির অভিযোগ এনে চার গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভোট গণনাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির।

এদিকে নির্বাচন-উত্তর সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান। প্রতিটি ভোট পুনরায় গণনার দাবিতে নিউইয়র্ক সিটি, শিকাগো ও ফিলাডেলফিয়াসহ ট্রাম্প সমর্থকরা অস্ত্র নিয়ে বিক্ষোভ করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধেও বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। প্রতিটি ভোট গণনার দাবিতে নিউইয়র্কে হাজারও মানুষের নির্বাচনী শোভাযাত্রা সহিংস রূপ নিয়েছে। এ সময় সহিংসতার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। আন্দোলনকারীরা ট্রাম্পের পদত্যাগ দাবি করেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক ফিগার ২৭০ ইলেকটোরাল ভোটের কাছাকাছি পৌঁছে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত তার ভাগ্যে জুটেছে ২৫৩টি ইলেকটোরাল ভোট। দুটি রাজ্যে জয় পেলেই তার হোয়াইট হাউসের টিকিট নিশ্চিত হবে। অবশ্য এএফপিসহ কয়েকটি গণমাধ্যম বলছে অ্যারিজোনায় জয় তুলে এরই মধ্যে বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন। এক্ষত্রে আর ছয়টি ইলেকটোরাল ভোট অর্থাৎ নেভাদায় জয় পেলেই তিনি কাঙ্ক্ষিত জয় পেয়ে যাবেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট।

ডাকযোগে বিপুলসংখ্যক ভোট পড়ায় কয়েকটি রাজ্যে এখনও ভোট গণনা চলছে। ফলাফলে বাইডেনের পালেই জয়ের হাওয়া লাগছে। হিসাবনিকাশে ট্রাম্পের জয়ের সম্ভাবনা ফিকে হয়ে আসছে। বিষয়টি আঁচ করতে পেরে ভোট চ্যালেঞ্জের হুমকি দিয়েছেন ট্রাম্প।

প্রাথমিক ফলাফলে বাইডেনের অগ্রযাত্রা স্পষ্ট হতেই উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া ও মিশিগানে ভোট গণনাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। আগেই উইসকনসিন ও মিশিগানে বাইডেন জয় পেয়েছেন। ট্রাম্পের উপদেষ্টা এরিক ট্রাম্প বলেন, পেনসিলভানিয়ায় জালিয়াতির মাধ্যমেই একমাত্র এ নির্বাচনে জয়লাভ করতে পারে ডেমোক্র্যাটরা। সেখানকার নালা-নর্দমায় ব্যালট পেয়েছি আমরা।

এমনকি পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে ঢুকতেও বাধা দেয়া হয়েছে। দুই প্রার্থীর ভোটের ব্যবধানও বিস্তর। এ কারণেই ভোট পুনঃগণনার দাবি জানিয়ে মামলা করা হয়েছে। প্রেসিডেন্টের আরেক উপদেষ্টা রুডি জুলিয়ানির অভিযোগ, শুধু ফিলাডেলফিয়াই নয় বরং গোটা দেশেই ভোট চুরি করেছে প্রতিপক্ষরা। জর্জিয়া, মিশিগান, উইসকনসিনেও ভোট চ্যালেঞ্জ করে মামলা দিয়েছি আমরা।

পেনসিলভানিয়ার গভর্নর টম উল্ফ বলেছেন, ভোট গণনা বন্ধে ট্রাম্পের মামলা করা গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী তো বটেই; অন্যায়ও। নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে না দিয়ে ভয় দেখানো, হামলা বা হুমকি দেয়া গণতন্ত্রের অবমাননা। জনগণের ভোটাধিকার রক্ষায় ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করব।

এদিকে সময়ের সঙ্গে সঙ্গে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হচ্ছেন জো বাইডেন। বলেছেন, মার্কিনীদের ভালোবাসাই তার সবচেয়ে বড় পাওয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের জন্য যে ২৭০ ইলেকটোরাল ভোট পেতে হয়, সেটা এরই মধ্যে আমরা পেয়ে গেছি। কিন্তু এখনই বিজয় ঘোষণা করতে চাই না। কারণ পূর্ণাঙ্গ ফলাফলের জন্য প্রতিটি ভোট গণনা হওয়া প্রয়োজন। কেননা ফল পাল্টে দেয়ার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ডেলওয়ারে উইলমিংটনে ডেমোক্রেটিক দলের প্রধান প্রচারণা শিবিরে তার সঙ্গে ছিলেন রানিংমেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। জয় অনেকটা নিশ্চিত জেনেও এদিন তারা কোনো আনন্দ করেননি। এমনকি কোনো ভি-চিহ্ন কিংবা বিজয়ের অভিব্যক্তি দেখাননি।

এদিকে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, আমরা এ নির্বাচনে জয়ী হয়েছি। এটা মার্কিন জনগণের সঙ্গে প্রতারণা। তিনি ভোট গণনার অভিযোগ নিয়ে সুপ্রিমকোর্টে যাওয়ারও ঘোষণা দেন। মঙ্গলবারের নির্বাচনের আগেই ডাকযোগে ভোট দেয়া নিয়ে ৪৫টি রাজ্যে রিপাবলিকানের পক্ষে তিন শতাধিক মামলা করা হয়েছে। ব্যালট গ্রহণের সময়সীমা, সাক্ষীর স্বাক্ষরের প্রয়োজনীয়তা এবং খামগুলো পোস্ট করার মতো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মামলাগুলো হয়েছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলো বলছে, ভোটারদের জালিয়াতি ঠেকানোর জন্য বিধিনিষেধের প্রয়োজন ছিল।

তবে ডেমোক্র্যাটদের দাবি, মানুষজনকে নাগরিক অধিকার প্রয়োগ থেকে বিরত রাখার পাঁয়তারা এটি। ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে, উইসকনসিনের ভোট আবারও গণনা করা হোক। ২০১৬ সালেও সেখানে ভোট পুনরায় গণনা করা হয়েছিল। আর তাতে ফল কিছুটা পরিবর্তন হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে ভোটের ব্যাপারে অভিযোগ করতে হলে রাজ্য সরকারের আদালতে যেতে হবে। রাজ্যের বিচারক সেই অভিযোগ খারিজ করে দিতে পারেন কিংবা ভোট পুনরায় গণনার নির্দেশ দিতে পারেন। এমনকি সুপ্রিমকোর্ট রাজ্য সরকারের বিচার বিভাগের রায় বাতিলের সিদ্ধান্ত দিতে পারেন।

আইন বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নির্বাচনে যে ফল জানা গেছে, তা একাধারে ঠিক, আবার ঠিক নয়। যখন তথ্যে কোনো প্রার্থীর এগিয়ে থাকা দেখা যায়, তখন মার্কিন গণমাধ্যমগুলোয় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ভোটের পরদিন সকাল থেকে এ ধারা চলতে দেখা যায়। কিন্তু এগুলো অফিশিয়াল বা চূড়ান্ত ফল নয়। এগুলো পূর্বাভাস। চূড়ান্ত ফল আসতে কয়েকদিন লেগে যায়। এ বছর ব্যাপকভাবে ডাকযোগে ভোট আসায় গণনার ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। সুইং স্টেটগুলোয় নির্বাচনের আগে এসব ভোট গণনার অনুমতি নেই। তাই নির্বাচনের পরই এসব ভোট গণনা করতে হয়।

এসব ভোট গণনায় সময় লাগে বেশি। বিপার্টিশান পলিসি রিসার্চ সেন্টারের পরিচালক ম্যাথু উইল বলেন, যদি নির্বাচনে লড়াই হাড্ডাহাড্ডি হয় এবং কোনো প্রার্থীর জয় বিবেচনা করার মতো না হয়, তবে পোস্টে আসা ভোট গণনা চালিয়ে যেতে হবে।

নির্বাচনের আগেই ৪৫ অঙ্গরাজ্যে পোস্টাল ভোট ও আগাম ভোট নিয়ে ৩০০টি মামলা হয়েছে। ব্যালট পোস্ট করার ও গ্রহণের সময়সীমার মতো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এসব মামলা করা হয়। রিপাবলিকান অধিকৃত রাজ্যগুলো বলেছে যে ভোট জালিয়াতি ঠেকাতে আগে থেকেই বিধিনিষেধের প্রয়োজন ছিল। তবে ডেমোক্র্যাটদের বক্তব্য, এসব বিধিনিষেধ নাগরিক অধিকার প্রয়োগ থেকে বিরত রাখার চেষ্টা।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল কী হবে তা নিয়ে উৎকণ্ঠা এখনও কাটছে না। এরই মধ্যে বেশির ভাগ ইলেকটোরাল ভোটের ফলাফল হাতে চলে এসেছে। ২৬৪ ইলেকটোরাল ভোট নিয়ে অবস্থান করছেন জয়ের দ্বারপ্রান্তে। এখন এগিয়ে থাকা আরেক ব্যাটলগ্রাউন্ড নেভাদায় (ছয়টি ইলেকটোরাল ভোট) জয় পেলেই ২৭০ ইলেকটোরাল ভোটের সেই কাঙ্ক্ষিত ‘ম্যাজিক ফিগার’ পেয়ে যাবেন বাইডেন।

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ৪৫ অঙ্গরাজ্যের ফল এরই মধ্যে পাওয়া গেছে। এতে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান ট্রাম্পের হাতে আছে ২১৪টি ভোট। ট্রাম্পকে মসনদ টিকিয়ে রাখতে দরকার আরও ৫৬টি ইলেকটোরাল ভোট। নেভাদায় বর্তমানে মাত্র দশমিক ছয় শতাংশ ভোটে এগিয়ে আছেন বাইডেন। সেখানে এখন পর্যন্ত গণনা হওয়া ভোটের ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। তুমুল লড়াই হওয়া এই রাজ্যটির জয়-পরাজয়ের ওপর পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, তার ওপর অনেকখানি নির্ভর করছে।

ফল ঘোষণার বাকি ৫ রাজ্যে কে কোথায় এগিয়ে : এরই মধ্যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জয়ী হয়েছেন ২৩টিতে। আর ডেমোক্র্যাটদের দখলে গেছে ২২টি রাজ্য। বাকি পাঁচ অঙ্গরাজ্যের ভোট গণনা চলছে। এগুলোয় জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে কে হচ্ছেন প্রেসিডেন্ট। রাজ্যগুলো হল- পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, নেভাদা ও আলাস্কা। পেনসিলভানিয়ায় ২০টি, জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫ এবং আলাস্কায় তিনটি ইলেকটোরাল ভোট রয়েছে। রাজ্যগুলোর মোট ইলেকটোরাল ভোট ৬০।

এদের মধ্যে নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। চারটি রাজ্যের ভোট গণনায় এগিয়ে আছেন ট্রাম্প আর একটি রাজ্যে বাইডেন। তবে ব্যবধান খুবই কম। বাকি রাজ্যগুলোয় ট্রাম্প এগিয়ে থাকলেও ব্যবধান যৎসামান্য থাকায় পরিস্থিতি উল্টে যেতে পারে। এত পিছিয়ে থেকে ট্রাম্প ফের প্রেসিডেন্ট হতে পারেন, যদি বাকি পাঁচটি অঙ্গরাজ্যে জয় পান। সেগুলো হল- পেনসিলভানিয়া (২০), জর্জিয়া (১৬), নর্থ ক্যারোলিনা (১৫) নেভাদা (৬) ও আলাস্কা (৩)। রাজ্যগুলোর মোট ইলেকটোরাল ভোট ৬০। পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প যদি জেতেন, তার ইলেকটোরাল ভোট হবে ২৭৪টি। সেক্ষেত্রে বাইডেনের চেয়ে ১০ ভোট বেশি পেয়ে জয়ী হবেন ট্রাম্প।

এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল ভোট (২১৪) হল- আলাবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), আইদাহো (৪), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), কানসাস (৬), কেন্টাকি (৮), লুইজিয়ানা (৮), মেইন (১), মিসিসিপি (৬), মিসৌরি (১০), মন্টানা (৩), নেবরাসকা (৪), নর্থ ডাকোটা (৩), ওহাইও (১৮), ওকলাহোমা (৭), সাউথ ক্যারোলিনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনিসি (১১), টেক্সাস (৩৮), ইউটাহ (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫) ও ওয়েমিং (৩)।

অপরদিকে বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোট (২৬৪) হল- অ্যারিজোনা (১১), ক্যালিফোর্নিয়া (৫৫), কলোরাডো (৯), কানেকটিকাট (৭), ডেলওয়্যার (৩), ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়া (৩), হাওয়াই (৪), ইলিনয় (২০), মেইন (৩), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), মিশিগান (১৬), মিনেসোটা (১০), নেবরাসকা (১), নিউ হ্যাম্পশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউ মেক্সিকো (৫), নিউইয়র্ক (২৯), ওরগেন (৭), রোড আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩), ওয়াশিংটন (১২) ও উইসকনসিন (১০)।

ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, ট্রাম্প এখনও আশাবাদী এ কারণে যে, পাঁচটি অঙ্গরাজ্য পেনসিলভানিয়া (২০), জর্জিয়া (১৬), নর্থ ক্যারোলিনা (১৫) নেভাদা (৬) ও আলাস্কা (৩) মধ্যে চারটিতেই তিনি এগিয়ে আছেন। শুধু নেভাদায় এগিয়ে বাইডেন। তিনি নেভাদা দখলে নিতে পারলে ট্রাম্পের আশায় গুড়ে বালি। পাঁচটি রাজ্যের ভোটের অবস্থা হল-

নেভাদা : নেভাদায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বাইডেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ট্রাম্প এখন পর্যন্ত ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। নেভাদায় এখনও ৩ লাখ ৯৮ হাজার ভোট গণনা বাকি, যা মোট ভোটের ২৫ শতাংশ। এখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও এখনও ট্রাম্পের চেয়ে সাত হাজার ৬৪৭ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। ৭৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় গণনার ফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন রাজ্যটির কর্মকর্তারা।

আলাস্কা : আলাস্কায় ট্রাম্প ৫৪ হাজারেরও বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে ১ লাখ ৯১ হাজার ভোট গণনা বাকি আছে। এখন পর্যন্ত ৫০ শতাংশ ভোট গণনা হয়েছে। ট্রাম্প পেয়েছেন ৬২ দশমিক ১ শতাংশ; আর বাইডেন ৩৩ দশমিক ৫ শতাংশ।

জর্জিয়া : বাইডেন থেকে ৩২ হাজার ৮৫৮ ভোটে এগিয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পর্যন্ত রাজ্যটির ৯৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ এবং বাইডেন পেয়েছেন ৪৯ শতাংশ ভোট। এখনও প্রায় দুই লাখ ভোট গণনা বাকি আছে।

নর্থ ক্যারোলিনা : নর্থ ক্যারোলিনায় এখনও তিন লাখ ৪৮ হাজার ভোট গণনা বাকি আছে, যা মোট ভোটের ৬ শতাংশ। এখানে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৭৬ হাজার ৭০১ ভোটে এগিয়ে আছেন। এ পর্যন্ত ৯৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ১ শতাংশ ভোট এবং বাইডেন ৪৮ দশমিক ৭ শতাংশ।

পেনসিলভানিয়া : পেনসিলভানিয়ায় বাইডেন থেকে ১ লাখ ৬৪ হাজারেও বেশি ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। কিন্তু রাজ্যটির ৭ লাখ ৮৪ হাজার ভোট গণনা এখনও বাকি, যা মোট ভোটের ১১ শতাংশ। এ পর্যন্ত ৮৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে, এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ ও বাইডেন ৪৮ দশমিক ১ শতাংশ। এখানে ডাকযোগে আসা বিপুল পরিমাণ ভোট গণনা এখনও বাকি। এসব ভোট গুনতে সারা রাত লেগে যেতে পারে, তাই চূড়ান্ত ফল ঘোষণা করতে দেরি হবে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news