ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাইডেনের সঙ্গে মোদি বলেছেন, তিনি প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার বার অনুরোধ করেছেন তারা যেন সরাসরি আলোচনায় বসেন।
তাছাড়া বাইডেনের সঙ্গে আলোচনায় মোদি বলেছেন, রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্ব উদ্বেগজনক।
তাছাড়া তিনি নিরীহ বেসামরিক লোকদের হত্যার নিন্দা জানিয়েছেন।
মোদি এ ব্যাপারে বাইডেনকে বলেন, আমরা আশা করি চলমান আলোচনা রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি নিয়ে আসবে। তাছাড়া আমরা ইউক্রেনের জনগণের নিরাপত্তা ও অব্যহত মানবিক সাহায্যের বিষয়ের ওপর জোর দিচ্ছি।
এদিকে মার্চের শেষ দিকে ভারতকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে যুক্তরাষ্ট্র কোয়াড নামে একটি জোট গঠন করেছে। এই জোটে থাকা দেশগুলোর মধ্যে ভারত ছাড়া বাকি সবগুলো দেশ রাশিয়ার তীব্র সমালোচনা করেছিল।
এর জেরে বাইডেন বলেছিলেন, ভারত রাশিয়ার সমালোচনা করতে ভয় পায়।
এদিকে ভারত এখন পর্যন্ত রাশিয়ার কোনো সমালোচনা করেনি। উল্টো রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কিনছে ভারত। তাছাড়া রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়টিও অব্যহত রেখেছে তারা।
এ বিষয়টিকে যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি।