ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৬ লাখ ৮ হাজার ২১১ জন।
এই সময়ে মারা গেছে ৫১২ জন। করোনায় এখনও পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৫৩৩ জন। এ পর্যন্ত মোট ৯০ লাখ ৫৮ হাজার ৮২২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।
শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে এখনও পর্যন্ত ৪৭ হাজার ৫৯৯ জনের মৃত্যু হয়েছে।
কর্নাটক ও তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে ৯ হাজার ৪৯৭ জন, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৬২৮, উত্তরপ্রদেশে ৭ হাজার ৮৭৭, অন্ধ্রপ্রদেশে ৭ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে করোনায়।
এছাড়া পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য। সূত্র: টাইমস অব ইন্ডিয়া