ধূমকেতু নিউজ ডেস্ক : আইন প্রণেতাদের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েরে হেরে গেলেও, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পদে থাকার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২০২৭ সালের মে মাসে পর্যন্ত মেয়াদ রয়েছে ম্যাক্রোর। একইসঙ্গে তিনি জানিয়েছেন, খুব দ্রুত আগামী দিনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ।
ন্যাশনাল অ্যাসেম্বলিতে ঐতিহাসিক অনাস্থা ভোটের একদিন পর, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফ্রান্সের সরকার কার্যক্ষম নিয়ে কথা বলেন ম্যাক্রোঁ এসময় বার্নিয়ারের সরকারকে পতনের জন্য বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) এবং ডানপন্থি ন্যাশনাল র্যালির (আরএন) উপর দায় চাপিয়েছেন তিনি।
ম্যাক্রোঁ বলেন, তারা ব্যাধি বেছে নিয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, প্রজাতন্ত্র বিরোধী ফ্রন্ট ডান এবং অতি বামরা একত্রিত হয়েছে এবং আমি অন্য লোকের দায়িত্বহীনতাকে কাঁধে রাখব না।
তিনি বলেন, কয়েক দিনের মধ্যে একজন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। তবে তিনি কে হতে পারেন তার কোনও ইঙ্গিত দেননি।
রাজনৈতিক বিরোধীদের সমালোচনা করার সময়, ম্যাক্রোঁও স্বীকার করেছেন, এখন বিশৃঙ্খলা চলছে ফরাসি রাজনীতিতে এবং আর্থিক বাজারে উদ্বেগজনক।
বিরোধী দলগুলো অভিযোগ করেছিল, বার্নিয়ে বিতর্কিতভাবে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ভোট ছাড়াই বাজেট পাস করেন।
আরএন নেত্রী মেরিন লে পেন এই বাজেটকে ফরাসি জনগণের জন্য বিষাক্ত বলে মন্তব্য করেন।
টিএফ১ কে দেওয়া এক সাক্ষাৎকারে লে পেন বলেন, বার্নিয়েকে সরানো ছাড়া আর কোনও উপায় নেই। তবে আমি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগ চাই না।
গত বুধবার (৪ ডিসেম্বর) পার্লামেন্টের ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন বার্নিয়ে সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। এর ফলে, ক্ষমতা নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হলেন বার্নিয়ে।
তিনি সতর্ক করে বলেন, যদি ভোটারদের মতামত উপেক্ষা করা হয়, তাহলে প্রেসিডেন্টের ওপর চাপ আরও বাড়বে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew