IMG-LOGO

সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লক্ষ্মীর ভাণ্ডারের ভোক্তা সানি লিওনইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ারপিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠনমেঘনা নদীতে জাহাজে ডাকাতের হামলা, ৫ জনের লাশ উদ্ধারআরএমপির অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের গ্রেপ্তার ১১মান্দায় শত্রুতার জেরে গাছ কেটে সাবাড়তানোরে পানির দরে গীর্জার চাল কিনছেন সিন্ডিকেট চক্রপোরশায় ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তারফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিতপোরশায় গরীব শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণলাঞ্ছিতের পর ১২ ঘন্টা মেসে অবরুদ্ধ ছাত্রীরা, গ্রেপ্তার ৩চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ টি গরুসহ ৩ জনকে আটক করে বিজিবিব্রাজিলের উত্তরাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহতরেলওয়ে ওয়েম্যানদের জীবনমোহনপুরে বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলেরসভাপতি মুন, সাধারণ সম্পাদক মাহাবুব
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের আরও একটি গ্রামের দখল নিয়েছে রাশিয়া। সোমবার মস্কো জানিয়েছে, তারা ভেলিকা নোভোসিলকা শহরের কাছাকাছি অবস্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্টোরোঝেভোয়ে গ্রামের দখল নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বাহিনী আরও একটি গ্রামের দখল নিয়েছে। স্টোরোঝেভোয়ে হিসেবে গ্রামটির নাম উল্লেখ করা হয়। খবর এএফপির।

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই অব্যাহত রেখেছে রাশিয়া। এর আগে গত শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা কোস্তিয়ানতিনোপলস্কে গ্রাম দখল করেছে। রাশিয়া ওই গ্রামটিকে ওস্ত্রভস্কি নামে উল্লেখ করেছে।

গ্রামটি কুরাখোভ শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। সে সময় ইউক্রেনের মানচিত্র বিশ্লেষণকারী দল ডিপস্টেট জানায় রাশিয়ার সেনারা কুরাখোভ শহরে আক্রমণ চালিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই রাশিয়া সম্ভবত ইউক্রেনের আরও বেশি সংখ্যক গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

নির্বাচনের আগেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সে কারণেই তিনি ক্ষমতায় আসার আগেই রাশিয়া ইউক্রেনে আরও তীব্রভাবে হামলা চালাচ্ছে।

চলতি বছর মস্কোর সেনাবাহিনী ১৯০টির বেশি ইউক্রেনীয় বসতির দখল নিয়েছে বলে দাবি করেছে। অপরদিকে সেনাবাহিনী এবং গোলাবারুদের সংকটে রয়েছে ইউক্রেন।

এর আগে রাশিয়ার গভীরে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার কাজান শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার স্থান মূল যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ পর্যন্ত তিন দফায় ড্রোন হামলা হয়।

তাতারস্তান আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানায়, হামলায় আটটি ড্রোন ব্যবহৃত হয়েছে। এর মধ্যে ছয়টি আবাসিক ভবনে ও একটি শিল্প এলাকায় আঘাত হানে এবং আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেন এখনো এই হামলার দায় স্বীকার করেনি। ড্রোন হামলার কারণে কাজান বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িকভাবে বন্ধ ছিল বলেও জানায় রাশিয়ার আকাশ পরিবহন কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news