ধূমকেতু নিউজ ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের এক ফিলিস্তিনি গ্রামে অগ্নিসংযোগ করেছে দখলদার ইসরাইলি বসতির বাসিন্দারা। এমনিতেই ইসরাইলি সেনাদের নিষ্ঠুরতায় মানবিক বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিনিরা। আর সেখানে অবৈধ বসতি স্থাপন করা ইসরাইলি বাসিন্দাদের আক্রমণ আধুনিককালের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন।
শুক্রবার (১০ জানুয়ারি) টাইমস অব ইসরাইল তাদের প্রতিবেদনে বলেছে, পশ্চিম তীরের রামাল্লাহর উত্তর-পূর্বে খিরবেত আবু ফালাহ গ্রামে ইসরাইলি বসতির বাসিন্দারা তৃতীয় রাতের মতো হামলা চালিয়ে ফিলিস্তিনি মানুষের সম্পত্তিতে আগুন লাগিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রামের প্রান্তে কৃষকদের ব্যবহৃত একটি ভবন আগুনে পুড়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহে পশ্চিম তীরজুড়ে ইসরাইলি বসতির বাসিন্দারা প্রতিরাতে হামলা চালাচ্ছে, তবে অভিযুক্ত কোনো ইসরাইলিকে গ্রেফতার করেনি দেশটির পুলিশ।
মঙ্গলবার অভ্যন্তরীণ পুলিশ তদন্ত বিভাগের (ডিআইপিআই) বলেছে, একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে, যিনি ইচ্ছাকৃতভাবে পশ্চিম তীরে সন্দেহভাজন ইহুদি জাতীয়তাবাদীদের হামলার ঘটনা তদন্ত করতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি পুলিশ বাহিনীতে পদোন্নতির জন্য এমনটি করেছিলেন।
ফিলিস্তিনি গ্রামে দখলদার ইসরাইলি বাসিন্দাদের সংঘর্ষ নিয়ন্ত্রণে কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। দুই বছর আগে কট্টর-ডানপন্থি আইনপ্রণেতা ইতামার বেন-গাভির নিরাপত্তা মন্ত্রী হওয়ার পর থেকে সমস্যাটি আরও প্রকট হয়েছে।
বেন-গাভির রাজনীতিতে প্রবেশের আগে বসতির সহিংসতা উপেক্ষা করেছেন এবং এমন হামলায় জড়িত সন্দেহভাজন ইসরাইলিদের পক্ষ সমর্থন করেছেন।
পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোর ওপর ইসরায়েলি হামলার ধারাবাহিকতা বৃদ্ধি যা ফিলিস্তিনিদের জাতিগতভাবে অস্তিত্ব নির্মূল করার প্রচেষ্টা। স্থানীয়রা ফিলিস্তিনিদের দাবি, ইসরাইলি বাহিনী এবং বসতির বাসিন্দারা যৌথভাবে হামলা চালিয়ে ঘরবাড়ি ধ্বংস করছে এবং ফসলের ক্ষেত পুড়িয়ে দিচ্ছে। এই হামলাগুলো ফিলিস্তিনিদের জীবিকা এবং বাসস্থানের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে তারা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew