ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা যথেষ্ট নয় মনে করে এতে খুশি হতে পারছেন না ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সমর্থকরা। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ চায় তারা। রয়টার্স।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল সারা রাত বেশ কয়েকজনকে আটক করেছে। তাদের মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রথম যে চিকিৎসক কাজে যোগ দেননি, তিনিও ছিলেন। আটকের প্রতিবাদে মিয়ানমারের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বলেছে, তারা মিয়ানমারের সেনাবাহিনীর দেওয়া তথ্য প্রচার কমিয়ে দেবে। ফেসবুক বলছে, জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকে ভুল তথ্য প্রচার করছে।
১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এই সামরিক অভ্যুত্থান ও ২৬০ জনেরও বেশি অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিসহ সু চিকে গ্রেফতার করে মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথ রুদ্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব ঘটনার প্রতিক্রিয়ায় ২০০৭ সালের ‘জাফরান বিপ্লবের’ পর দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মিয়ানমারের সামরিক জান্তার ওপর যুক্তরাষ্ট্রের প্রথম দফা নিষেধাজ্ঞার ঘোষণার পর আজ শুক্রবার সু চির সমর্থকেরা আরও কঠোর ব্যবস্থার দাবি জানান। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সমর্থকেরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে তারা এই নিষেধাজ্ঞাকে যথেষ্ট মনে করছেন না।
এনএলডির সমর্থকেরা বলছেন, গত বছরের নভেম্বরের নির্বাচনে এনএলডির বিপুল জয় স্বীকার করতে বাধ্য করার পাশাপাশি সেনাবাহিনীকে ক্ষমতা থেকে হটাতে আরও কঠোর ব্যবস্থা দরকার। মোয়ে থাল নামের সু চির এক সমর্থক বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে তারা দিন-রাত দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে তারা আরও বেশি পদক্ষেপ আশা করছেন।
মোয়ে থাল বলেন, তারা যত দ্রুত সম্ভব এই অবস্থার শেষ চান। এ জন্য মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও জেনারেলদের বিরুদ্ধে আরও শাস্তি-ব্যবস্থা দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার মিয়ানমারের সামরিক জান্তার ওপর প্রথম দফার নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা তাদের নিজ নিজ দেশের পক্ষ থেকে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
এদিকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ বিশেষ বৈঠকে বসছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।