ধূমকেতু নিউজ ডেস্ক : ১৯৯৯ সালে কান্দাহার বিমান অপহরণকাণ্ডে নিজেকে পণবন্দি রাখার বিনিময়ে যাত্রী ও বিমানচালকদের ছাড়িয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মমতা সম্পর্কে এমন বিস্ফোরক দাবি করেছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা। খবর হিন্দুস্তান টাইমসের।
১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান অপহরণ করে তালেবান। এরপর বিমানটিকে আফগানিস্তানের কান্দাহার শহরে নিয়ে যাওয়া হয়।
প্রায় এক সপ্তাহ টানাপোড়েনের পর ৩১ ডিসেম্বর যাত্রী ও চালক মিলিয়ে ১৯০ জনকে মুক্তি দেয় তালেবান। পণবন্দিদের মুক্তির বিনিময়ে ভারতীয় জেলে বন্দি জইশ-ই মোহাম্মদ প্রধান মাসউদ আজাহারসহ বেশ কয়েকজনকে মুক্তি দিতে বাধ্য হয় বাজপেয়ী সরকার।
ওই ঘটনার সময় যশবন্ত সিনহা ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন। যশবন্ত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, মমতা ছিলেন রেলমন্ত্রী।
শনিবার তৃণমূলে যোগ দিয়ে যশবন্ত সিনহা দাবি করেন, ওই ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় পণবন্দি হিসাবে তাকে তালেবানের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেন।
এর বিনিময়ে যাত্রীদের মুক্তি চেয়েছিলেন তিনি। দেশের জন্য যে কোনো পরিণতি বরণ করে নিতে প্রস্তুত ছিলেন মমতা। কিন্তু সে প্রস্তাব মানেনি সরকার।
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন গোটা ভারতের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। ভাঙা-গড়ার খেলা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোতে।
বাজপেয়ী সরকারের প্রভাবশালী এই মন্ত্রী বিজেপি ছেড়ে হঠাৎ মমতার বন্দোপাধ্যায়ের দলে যোগ দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
যশোবন্ত ১৯৯০ সালে ভারতের অর্থমন্ত্রী হন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের অধীনে বছর দুই মন্ত্রিত্ব করেন। পরে বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পান।
১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তিনি ১৯৬০ সালে ভারতীয় সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে যোগ দেন। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ১৯৮৪ সালে রাজনীতিতে যোগ দেন।
১৯৮৪ সালে জনতা দলের হাত ধরে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া যশবন্ত বরাবরই বিজেপি সমর্থক ছিলেন। কেন্দ্রীয় অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন।
কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ লাইমলাইটে আসলে বিজেপির সঙ্গে তার গাঁটছড়া আলগা হতে শুরু করে।
মোদি-অমিত শাহের হাতে বিজেপির চিন্তা-ভাবনা গণতন্ত্র বিরোধী হয়ে দাঁড়িয়েছে বলে একাধিকবার অভিযোগ করেন যশোবন্ত।
মোদি-অমিত শাহের হাতে পড়ে বিজেপি দুই-ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন এই নেতা। শেষ পর্যন্ত ২০১৮ সালে বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন তিনি।