ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারণায় নেমে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ‘আপদ’ বলে আখ্যায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনী প্রচারে একাধিকবার তৃণমূলকে ‘তোলাবাজের দল’ বলে আক্রমণ চালিয়েছে বিজেপি নেতারা। শনিবার খড়্গপুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ‘দিদির পাঠশালার সিলেবাস তোলাবাজি’ বলে তৃণমূলকে কটাক্ষ করেছে।
মোদির সভার দিনই হলদিয়ায় গিয়ে মমতা জানিয়ে দিলেন, তৃণমূলে যারা তোলাবাজ ছিল, এখন সব বিজেপিতে গিয়ে ভিড়েছে। নিজে থেকে তারা দল ছেড়ে বেরিয়ে যাওয়ায় হাঁফ ছেড়ে বেচেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার হলদিয়ায় মমতা বলেন, মেদিনীপুরের কিছু গাদ্দার, মীরজাফর, যাদের এত দিন পুষেছিলাম, যাদের জন্য মিলন মণ্ডলকে দু’বছর জেলে থাকতে হয়েছে, পাঁশকুড়ার আনিসুরকে জেলে ভরে দিয়েছে যারা, তারা এখন বিজেপিতে। যাদের পছন্দ হত না, তাদেরই জেলে ভরে দিত।
এদিন মমতা আরও দাবি করেন, আগে মেদিনীপুরে আসতে গেলে অনুমতি নিতে হতো। এখন আমি স্বাধীন। আপদ বিদায় হয়েছে বেঁচে গেছি।
শনিবার পূর্ব মেদিনীপুরে একাধিক সভা ছিল মমতার। পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ারে চড়েই এসব সভায় অংশগ্রহণ করেছেন তিনি।
মমতার ব্যান্ডেজকে কটাক্ষ করে শুক্রবার শুভেন্দু বলেছিলেন, সব প্রার্থী হাত জোড় করে ঘুরছে। একজন লাথি দেখাচ্ছে।