ধূমকেতু নিউজ ডেস্ক : চিত্রনায়িকা বুবলীর জন্মদিন ছিল গত শুক্রবার। এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুভেচ্ছায় ভেসেছেন এ নায়িকা।
জন্মদিনের পর দিন ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে ভক্তদের ‘ট্রিলিয়ন’ ধন্যবাদ জানিয়েছেন বুবলী।
তিনি লিখেছেন– যারা জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের ট্রিলিয়ন ধন্যবাদ! যদিও আপনাদের ভালোবাসাময় শব্দগুচ্ছের কাছে এই ধন্যবাদ জ্ঞাপন কিছুই নয়। এই অনুভূতি একদম অন্যরকম। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি! সত্যিই ভালোবসি… দয়া করে আমার জন্য দোয়া করবেন এবং এভাবেই ভালোবেসে যাবেন।’ সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও যুক্ত করেন বুবলী।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমার ডাবিংয়ে রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে সবশেষ দেখা মিলেছিল বুবলীর।
বর্তমানে বুবলী কোথায় আছেন, সে খবর জানেন না ঢালিউডপাড়ার কেউ।