ধূমকেতু নিউজ ডেস্ক : মাদক মামলার ব্যাপারে আবারো আদালতের দ্বারস্থ হয়েছেন সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
গত ২ অক্টোবর মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আরিয়ানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় প্রায় ২২ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন শাহরুখ পুত্র। তবে এজন্য তাকে এখনো বেশ কিছু শর্ত মানতে হয়। কিন্তু সেই শর্তে বদল চান আরিয়ান। এই আবেদন নিয়ে বম্বে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরিয়ানের মামলায় দায়িত্ব এখন দিল্লির এক বিশেষ তদন্তকারী দলের হাতে। শাহরুখ পুত্রের দাবি, প্রতি শুক্রবার এনসিবির কার্যালয়ে হাজিরা দেওয়ার সময় মুম্বাই পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতে হয় তাকে। এছাড়া মিডিয়াকর্মীদের ভিড় হয়। সবমিলিয়ে তাকে অনেক ভোগান্তি পোহাতে হয়। এই পরিস্থিতি থেকে রেহাই চেয়েছেন তিনি।
তবে এ বিষয়ে এখনো আদালত কোনো সিদ্ধান্ত জানাননি।
জামিনের পেলেও কথাবার্তা থেকে যাতায়াত আরিয়ানের সব কিছুই কড়াভাবে নিয়ন্ত্রিত হয়। মামলা থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত এই শর্ত মেনে চলতে হবে তাকে। এগুলো হলো—
১. অভিযুক্ত আরিয়ান খান নিম্ন আদালতের বিচারকদের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না।
২. মুম্বাই ছাড়ার ক্ষেত্রেও তদন্তকারী অফিসারের কাছে বিস্তারিত জানিয়ে অনুমতি নিতে হবে।
৩. পাসপোর্ট জমা রাখতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতের কাছে।
৪. সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগামাধ্যমে এই মামলা নিয়ে মুখ খোলা যাবে না।
৫. সহ-অভিযুক্তদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না।
৬. প্রতি শুক্রবার মুম্বাইয়ের এনসিবি’র দপ্তরে বেলা ১১টা থেকে ২টার মধ্যে হাজিরা দিতে হবে তাকে।
৭. যে মামলায় তিনি অভিযুক্ত সেই মামলার অনুরূপ আর কোনো কাজ করলে সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।