IMG-LOGO

শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৭৬ বছরের তীব্র তাপপ্রবাহের রেকর্ড ভাঙলজাতীয় পার্টির কোনো রাজনীতি নেই‘ইসরাইল পাল্টা হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে’যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলবিরোধী বিক্ষোভদিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাবনায় অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেফতার ৩চাঁপাইনবাবগঞ্জে ‘হিট স্ট্রোকে’ ট্রাফিক পরিদর্শকের মৃত্যুমান্দায় ১৫ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনখাবার খেতে খেতে পানি পান করলে কী হয়রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে বিট পুলিশিং মতবিনিময়পোরশার নোচনাহারে ৩টি দোকান ভূষ্মিভূতজিম্বাবুয়ে সিরিজে শুরুতে কেন খেলবেন না সাকিবযুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ধরপাকড়আবারও ঢাকার সিনেমায় অভিনেত্রী পাওলিসাপাহারে রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
Home >> রাজনীতি >> ‘কাঁকনহাট পৌরসভার উন্নয়নে মেয়র মজিদের বিকল্প নাই’

‘কাঁকনহাট পৌরসভার উন্নয়নে মেয়র মজিদের বিকল্প নাই’

ধূমকেতু প্রতিবেদক : কাঁকনহাট পৗরসভা ২০০২সালে প্রতিষ্ঠাকাল থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আলাহাজ্ব আব্দুল মজিদ মাস্টার মেয়র হিসেবে জনগণের সেবা করে যাচ্ছেন। কয়েকজন ব্যক্তি বার বার পৌরসভার উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই ব্যক্তিগুলো কখনই এই পৌরসভার উন্নয়ন এবং পৌরসভার জনগণ ভাল থাকুক তা চায়না। এদের থেকে দূরে থাকার জন্য উপস্থিত ভ্যান ও রিক্সা চালকদের আহবান জানান।

রোববার বাদ মাগরিব কাঁকনহাট পৌর অডিটরিয়ামে পৌর এলাকার খেটে খাওয়া রিক্সা-ভ্যান চালকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ বলেন, এই কথাগুলো বলেন।

তিনি বলেন, তিনি সর্বদা এই পৌরসভার উন্নয়ন ও পৌরবাসীর সঠিক সেবা প্রদান করার চেষ্টা করে যাচ্ছেন। তিনি রাতদিন পৌরবাসীকে নিয়ে ভাবেন। আগামী দিনের কথা চিন্তা করে এই পৌরসভাকে ঢেলে সাজাচ্ছেন।

তিনি আরো বলেন, বাজার থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন, নতুন রাস্তা করণ ও পুরাতন রাস্তার সংস্করণ, আলোর জন্য রাস্তায় বৈদ্যতিক বাতি স্থাপন। এছাড়াও বিভিন্ন মোড়ে সোলার প্যানেল স্থাপন করেছেন। সেইসাথে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করছেন।

তিনি বলেন, কাঁকনহাটে নেই কোন সন্ত্রাস, নেই রাজনৈতিক কলহ ও রাজনৈতিক মামলা। বিভিন্ন মতাদর্শের মানুষ হলেও এখানকার সবাই একসাথে চলে এবং এক সাথে থাকে বলে উল্লেখ করেন মেয়র। সেইসাথে বিগত দিনে তাঁর ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন তিনি।

সভাপতির বক্তব্যে কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর বলেন, আগামী ডিসেম্বর মাসে অন্যান্য পৌরসভার ন্যায় এই পৌরসভাতেও নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচন নিয়ে ইতোমধ্যে একটি চক্র সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবং গোদাগাড়ী আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের মূল্যায়ন না করে কতিপয় দুর্নীতিবাজ ও চরিত্রহীনদের নিয়ে বহিরাগত একজন ব্যক্তি, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে মানুষকে বিভ্রান্ত করা শুরু করেছে। ঐ ব্যক্তি ও তাদের দোশরদের কুমন্ত্রণা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। সেইসাথে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান মেয়র মজিদ।

তিনি আরো বলেন, কাঁকনহাট পৌরসভার উন্নয়নে মেয়র মজিদের কোন বিকল্প নাই উল্লেখ করে তিনি বলেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী একতাবদ্ধ রয়েছেন। এখানে যে যাই বলুক কারো কথায় কান দিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। তারা ইতি পূর্বেও মেয়র মজিদের সাথে ছিলেন, আগামীতে থাকবেন বলে জানান। এছাড়া অঙ্গ সংগঠনের নেতাকর্মীও একই কথা বলেন। সেইসাথে আগামী পৌর নির্বাচনে মেয়র আব্দুল মজিদকেই নৌকার কান্ডারী হিসেবে চান তারা।

তিনি বলেন, তারা বরাবরই মেয়র মজিদের পক্ষে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। সেইসাথে আগামীতে এই পৌরসভার নৌকার কান্ডারী মজিদ হবেন এতে কোন প্রকার সন্দেহ নাই বলে জানান। কারণ তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন ব্যক্তি হচ্ছেন এই পৌরসভার উন্নয়নের রুপকার মেয়র আব্দুল মজিদ। অন্যরা যাই বলুক বিভ্রান্ত না হয়ে একতাবদ্ধভাবে মেয়র মজিদের হয়ে নির্বাচনে কাজ করার আহবান জানান তিনি।

এদিকে উপস্থিত রিক্সা ও ভ্যান চালকগণ বলেন, তাঁর দৃঢ় নেতৃত্বে এবং উপর মহলে ভাল সখ্যতা থাকায় দ্রুত সময়ের মধ্যে এই পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নিত করেছেন। সেইসাথে সর্বক্ষেত্রে রেখেছেন উন্নয়নের ছোঁয়া। উপস্থিত রিক্সা ও ভ্যান চালকগণ আরো বলেন, তারা অনেকেই রাজশাহী শহরে রিক্সা চালান। কোন সময়ে বিপদ বা সমস্যায় পড়লে তাঁর বাসাতে গেলে এবং পৌরসভায় আসলে কখনো খালি হাতে ফিরে যাননি। সেইসাথে সন্তানদের চাকরীর বিষয় নিয়েও সঠিক পথ দেখান এবং চাকরীর চেষ্টা ও বিভিন্ন দপ্তরের তাদের হয়ে তৎবীর করেন।

এক কথায় তাঁর মত জনদরদী মানুষ এই পৌরসভার উন্নয়নে ও পৌরবাসীর সেবা করার জন্য অত্যন্ত প্রয়োজন বলে তারা উল্লেখ করেন। সেইসাথে আগামী পৌর নির্বাচনে আব্দুল মজিদকেই তারা মেয়র হিসেবে দেখতে চান। পূর্বের ন্যায় আগামী সকল নির্বাচনে মেয়র আব্দুল মজিদের তথা নৌকার পক্ষে হয়ে থাকবেন বলে উপস্থিত রিক্সা ও ভ্যান চালকগণ হাত তুলে স্লোগান দিয়ে প্রতিজ্ঞা করেন।

কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর।

বিশেষ অতিথি ছিলেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজাহার আলী, কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও কৃষকলীগ সভাপতি কল্লোল মোল্লা। এছাড়াও অত্র পৌরসভার সর্বস্তরের রিক্সা ও ভ্যান চালকসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news