ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্যে পদে অনুষ্ঠেয় উপ নির্বাচনে অংশ নিতে রোববার(১৮-৬-২০২৩) বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরা হচ্ছেন- সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন (লতা), প্রয়াত মহিলা ভাইস চেয়ারম্যানের মেয়ে ফারজানা ইয়াসমিন (সাথী), শরীফা খাতুন ও পৌরসভার সংরক্ষিত ওযার্ডের সাবেক কাউন্সিলর মোসাঃ রিনা খাতুন। এরা সবাই আওয়ামী লীগ দলীয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জুন। যাচাই-বাছাই ১৯ জুন। প্রার্থীতা প্রত্যাহার ২৫ জুন। ভোট গ্রহণ ১৭ জুলাই। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৩৭। পুরুষ ভোটার-৮১ হাজার ৩৬২ ও নারি ভোটার ৮১ হাজার ২৭৫।
উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন বলেন, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন রিজিয়া আজিজ সরকার। চলতি বছরের ৮ এপ্রিল তিনি মারা যান। তার মৃত্যুতে পদটি শুন্য হয়। সেই শূণ্য পদে আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৯টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার।