ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনে ক্রমেই সহিংস আচরণ করছে নৌকা সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ সহ তার সমর্থকরা। গত ২৬ নভেম্বর দলীয় প্রতীক পাওয়ার পর থেকে শান্ত বাগমারাকে অশান্ত করতে হামলা, ভাংচুর আর রক্তের খেলায় মেতে উঠে নৌকার প্রার্থী। জনপ্রিয়তা নয় তার কাছে যেন পেশি শক্তিই মূখ্য। আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন পাওয়ায় যেন বাগমারাবাসীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সর্বদায় তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিন বারের সফল সংসদ সদস্য এনামুল হক এমপি জনগণের প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় প্রতীক না পেয়ে সাধারণ জনগনের প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছেন এবার। স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারনে এরই মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর পাশাপাশি পোস্টার আর ব্যানার ছিড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটিয়েছেন নৌকার প্রার্থী সহ তার ক্যাডার বাহিনী। নৌকায় ভোট না দিলে কেউ যেন কেন্দ্রে না যায় সে কথা বলে হুমকী দেয়া হচ্ছে। এছাড়াও এমপি এনামুল হকের পিএস সহ কাঁচি প্রতীকের ২০-২৫ জন কর্মী সমর্থকের উপর হামলা চালানো হয়েছে।
২০০৮ সালের পূর্বে যে অশান্ত বাগমারা ছিল সেটাকে ফিরিয়ে আনতে তারা হামলা-ভাংচুর আর ভয়ভীতি প্রদর্শন করছেন বলে মনে করছেন অনেকে। কাঁচি প্রতীকের প্রচারণা করতে গিয়ে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের ক্যাডার বাহিনীর হামলায় আহত নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। বাগমারা থেকে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি সহ তার কর্মী সমর্থকদের পৃথিবী থেকে নাই করে দেয়ারও হুমকী প্রদান করে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। সেই সাথে বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাতে দেয়া হবে না বলেও হুমকী দেন।
সর্বশেষ শনিবার রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে কাঁচি প্রতীকের প্রচারণাকালে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নৌকার প্রার্থী সহ তার বাহিনীর হামলা, ভাংচুর আর সন্ত্রাসের প্রতিবাদে গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালি বাজারে রাস্তা অবরোধ করে কাঁচি প্রতীকের প্রার্থী এনামুল হক এমপির কর্মী সমর্থকরা প্রতিবাদ সভা করেছে।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু বলেন, আমি অনেক নির্বাচন দেখেছি। নৌকা পেলেই যে সংঘর্ষে জড়িয়ে পড়তে হয় সেটা দেখিনি। এটা কোন শান্তির পথ হতে পারে না। নির্বাচনে প্রতিটি প্রার্থী সমান ভাবে প্রচার-প্রচারণা চালাবে এটাই স্বাভাবিক। তাতে করে যাকে খুশি ভোটাররা তাকে ভোট দিবে।
উপজেলা জুড়ে হামলা, ভাংচুরের ঘটনায় এনামুল হক এমপি বলেন, বাগমারাকে রক্তাক্ত করতে দেয়া হবে না। বাগমারার মানুষ সন্ত্রাসী কর্মকান্ডকে সমর্থন করে না। মানুষ এখন অনেক শান্তিতে রয়েছে। নৌকার মনোনয়ন পেয়েই বাগমারাকে অশান্ত আর রক্তাক্ত করতে মেতে উঠেছে আবুল কালাম আজাদ সহ তার ক্যাডার বাহিনী। তাদের এমন কর্মকান্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একাধিকবার অভিযোগ দায়ের করা সহ মামলা করা হয়েছে। বাগমারাকে শান্তিতে রাখতে প্রশাসনিক ভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নির্বাচন ঘিরে প্রায়ই উপজেলার বিভিন্ন স্থানে ছোট খাটো ঘটনা ঘটছে। খবর পেলেই সেখানে দ্রুত সময়ের মধ্যে পুলিশ পাঠানো হচ্ছে। সেই সাথে যে সকল অভিযোগ এবং মামলা দায়ের করা হয়েছে তার আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/