ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং মহান মুক্তিযুদ্ধ, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতাবিরোধী হীন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে কাঁকনহাট পৌর আওয়ামী লীগ। কাঁকনহাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে এবং কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পৌর আজারে প্রতিবাদ মিছিল করেন নেতৃবৃন্দ। পৌর চত্বর থেকে মিছির নিয়ে তারা পৌর বাজার প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে সমাবেশ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ বলেন, যারা জাতীর জনকের ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশের শত্রু এবং স্বাধীনতার শত্রু।
তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ঘোষণায় মানুষ উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে বাংলার জনগণ মাত্র নয় মাসের মধ্যে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছিলেন। সেই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভেঙ্গে তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। এর সঙ্গে যারা জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
মেয়র আরো বলেন, কাঁকনহাট সম্প্রীতির একটি পৌরসভা। এখানে দলমত নির্বিশেষে সবাই একত্রিতভাবে চলাফেরা ও বসবাস করে। এখানে যেন কোন ভাবেই সাম্প্রদায়িক ও রাজনৈতিক কলহের সৃষ্টি না হয় তারজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান। সেইসাথে কাঁকনবাসীকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
তিনি আরো বলেন, আগামী বছরের ১৬ জানুয়ারী কাঁকনহাট পৌরসভায় নির্বাচন। এই নির্বাচনে তিনি বরাবরের ন্যায় এবারও নির্বাচন করছেন। এই নির্বাচনে দলমত নির্বিশেষে তাঁকে ভোট দিয়ে পুণরায় নির্বাচিত করে পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট অনুরোধ করেন মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, কাঁকনহাট পৌর প্যানেল মেয়র আজাহার আলী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মাস্টার, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কৃষকলীগ সভাপতি কল্লোল মোল্লাসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগগঠনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী।