ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ স্বাধীন ও সম্প্রীতির দেশ। এ দেশে জাতিতে জাতিতে কোন ভেদাভেদ নাই। নাই কোন হানাহানি। নেই কোন ধর্মীয় বিভেদ। সবাই একেসাথে বসবাস করছে। পার্শবর্তী দেশ ভারত পূর্বের কিছু দাঙ্গার ছবি প্রকাশ করে তা বাংলাদেশে নামে চালিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে সোমবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে ‘সকল জাতিগত বিভেদ, হিংসা, হানাহানি ভূলে আমরা সকলে মিলে অসাম্প্রায়িক ভ্রাতৃত্বের বন্ধনে আবধ্য হতে চায়’ এই ¯েøাগানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শান্তি, শৃংখলা ও নিরাপত্তায় করনীয় শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এই কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে জেলা ও মহানগরের বিভিন্ন থানা, উপজলা ও ইউনিয়ন পর্যায়ে যেখানে যেখানে মন্ডপ রয়েছে সেখানেই একটি করে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। তারা দশমীসহ দেবী বিসর্জন পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে। কোথাও কোন সন্ত্রাস করার চেষ্টা করলে ঐ কমিটি আইন শৃংখলাবাহিনীকে খবর দেবে এবং নিজেরা প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী প্রেতাত্তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে এখনো সক্রিয় রয়েছে। আওয়ামী, অঙ্গ ও সহযোগি সংগঠনের সন্ত্রাসীরা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের পরিচয় দিয়ে মণ্ডপে মণ্ডপে হামলা করতে পারে। এছাড়া চোড়াগুপ্তা হামলা করে প্রতিমা ভাঙ্গচুর করার চেষ্টা করবে। এ জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। দেশের সম্প্রীতির ঐতিহ্য সমোজ্জল রাখতে সন্ত্রাসকে কোন ভাবেই প্রশ্রয় দেয়া যাবেনা উল্লেখ করে তিনি সবাইকে একসাথে মাঠে থাকার আহবান জানান তিনি।
বিএনপি রাজশাহী জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সভাপতিত্বে এবং বিএনপি জতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেরা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’রসিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য, মোহাম্মদ মহসিন, সাবেক এমপি জাহান পান্না, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক, কৃষক দল কেন্দীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আল-আমিন সরকার টিটু, রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরফিন কনক, জেলা জিয়া পরিষদের সভাপতি শরিফুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew