IMG-LOGO

মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশের যে পরিবর্তন এসেছে তা লালন করতে হবে’কুষ্টিয়ায় দখল মুক্ত করতে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযানমানসিক রোগে ভুগছেন অভিনেতা আমির খান!‘প্রয়োজনে আবারও অভ্যুত্থান ঘটানো হবে’রাজশাহী নগরীকে সবুজে আচ্ছাদিতকরতে রাসিকের নানা উদ্যোগকুষ্টিয়ায় এক বৃদ্ধ পথচারী নিহতডাসকো ফাউন্ডেশনের আয়োজনে মোহনপুরে দিনব্যাপি তথ্য মেলাধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১১৭ শিশুকে জিএন এর উপহার বিতরণমান্দায় দেবোত্তর পুকুরে পোনামাছ অবমুক্তগোদাগাড়ী সুলতানগঞ্জ নৌ-বন্দর পরিদর্শন করলেন জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস নিরীক্ষা বিভাগলাখ টাকার চুক্তিতে ভারতে পালাতে গিয়ে আটক গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণমহাদেবপুরে বাসার ছাদথেকে পড়ে শিশুর মৃত্যুমান্দায় অটো হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থীবরেন্দ্র অঞ্চল উপযোগী খরাসহনশীল দেশিধান নির্বাচনে কৃষক মাঠ দিবসবাগমারায় আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে ফ্রি হেল্থ ক্যাম্প
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘দেশের যে পরিবর্তন এসেছে তা লালন করতে হবে’

‘দেশের যে পরিবর্তন এসেছে তা লালন করতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই দেশের যে পরিবর্তন হয়েছে এটা আমাদের লালন করে রাখতে হবে।

তিনি বলেন, যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি, তাহলেই তারেক রহমানের নেতৃত্ব যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরী সম্ভব।

মঙ্গলবার লালমনিরহাটে বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসরের ৫ম খেলায় প্রধান অতিথির বক্তব‌্যে এসব কথা বলেন তিনি।

শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরীতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়বাদ চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, জীবনে অনেক কিছুই হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এজন্য বিএনপিকে ভাঙতে পারেনি। আমরা আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারা যখন থামাতে গিয়েছে, তখনই তারা ধ্বংস হয়ে গেছে। বিএনপি কোথায় আর যারা ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়?

অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন চেয়ে আমীর খসরু মাহমুদ বলেছেন, দেশে গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার, তাদের সংসদ দেখতে চায়। বিএনপি এজন্য বিগত দিনে অনেক ত্যাগ শিকার করেছে, প্রয়োজনে আবারও ত্যাগ শিকার করতে আমরা রাজি আছি।

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ সময় আরও বক্তব‌্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও টুর্নামেন্টের সদস‌্য সচিব লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।

জনগণের সিদ্ধান্ত অন্য কেউ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জনগণের সিদ্ধান্ত অনেকে অনেকবার দেওয়ার চেষ্টা করেছেন। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সাহেবও চেষ্টা করেছিলেন, তিনি কি সফল হয়েছেন? এরপর এরশাদ চেষ্টা করেছিল, শেখ হাসিনা চেয়েছিল, তারা কি পেরেছে? তাই সেদিকে না গিয়ে জনগণের সিদ্ধান্ত তাদের দিতে দেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এখনও পরাজিত শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাদের স্বপ্নের সোনার সিংহাসন থেকে বিচ্যুতি ঘটার কারণে তারা আবার নতুন করে ষড়যন্ত্রে ফিরে যেতে চায়। আজ আনসার বিদ্রোহ কাল পাহাড় বিদ্রোহ, তারপর সচিবালয় ঘেরাও। সুতরাং সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ভূলুণ্ঠিত করা হয়েছিল।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news