ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নিজস্ব প্রতিবেদক: পবায় নওহাটা স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় আতা একাদশ, পারিসা থাই একাদশকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শনিবার বিকেলে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার-আপদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র আরফাত রহমান কোকো। তিনি অকালে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাঁকে পতিত সরকারের স্বৈরাচার খুনি হাসিনা নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো। এরপর তিনি চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ানুরাগী। তিনি ক্রিকেটের জন্য বহু কাজ করে গেছেন। শুধু ক্রিকেট নয় ফুটবলের জন্য ও তিনি নানাবিধ কাজ করে গেছেন। যার ফলে ক্রিকেটে আজ বাংলাদেশ এত উন্নত করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, গ্রামাঞ্চলে অনেক খেলার মাঠ রয়েছে। কিন্তু খেলা কম হয়। আর শহরে পর্যাপ্ত খেলার মাঠ নাই। কিন্তু সর্বদা বিভিন্ন ধরনের খেলা চলতেই আছে। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রাজশাহী তথা পবার ছেলে। তিনি তার যোগ্যতা বলে আজ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। নাজমুল হোসেন শান্তর মত আরো খেলো রাজশাহীর মাটিতে তৈরী করতে বেশী বেশী টুর্নামেন্টের আয়োজন করতে হলে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আগামীতেও পবার ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি অধিকতর কাজ করবেন বলে উল্লেখ করেন । বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপদের হাতে পুরস্কার তুলে দেন।
নওহাটা স্পোটিং ক্লাবের সভাপতি মুসতানজিদ রায়হান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির আহŸায়ক ও নওহাটা পৌর সাবেক মেয়র মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌর বিএনপির (সাবেক) সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপির সদস্য এমদাদুল হক,সদস্য মুর্তজা আলী, আসাদুল খান, শরিফু রহমান, এমদাদুল হক এমদাদ, মামুনুর সরকার জেড, আব্দুল হামিদ, আফজাল হোসেন, জয়নাল আবেদিন, সাইদুর রহমান, পবা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক ও নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, পবা ছাত্রদলের সাবেক সভাপতি মফমুর সুলতান শাহনি ও সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহা। সঞ্চালনা করেন রাজশাহী জজ কোর্টের এপিপি এডভোকেট. রাকিবুল ইসলাম পিটার। উল্লেখ্য, দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল প্রতিদ্ব›িদ্বতা করে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew