ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বিএনপি নেতা কথিত সাংবাদিক কিউ এম সাঈদ টিটোর ১২ সেকেন্ডর মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়েছে।
রোববার রাতে ফেসবুকে তার মাদক সেবনের এ ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি টক অব দা টাউনে পরিণত হয়। তবে এ ভিডিওটি কে করেছে তা জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বদিউজ্জামান বদি তার বাড়ির পাশের খড়ের পালার আড়ালে বোতলের মুখ খুলে টিটোর মুখে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ঢেলে দিচ্ছেন।
কিউ এম সাঈদ টিটো উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক, দৈনিক সংবাদ, দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক নওরোজ এর মহাদেবপুর প্রতিনিধি এবং ফেসবুক আইডি মহাদেবপুর দর্পণের সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে থানায় চাঁদাবাজীর লিখিত অভিযোগ সহ চাঁদাবাজীর মামলা রয়েছে। তার ফেসবুক আইডি মহাদেবপুর দর্পণে বিভিন্ন ঘটনার লাইভ দেখিয়ে সাধারণ মানুষজনকে ভয়ভীতি দেখিয়ে ব্যাপক চাঁদাবাজীর অভিযোগও রয়েছে। চাঁদা পাওয়ার পর তার আইডি থেকে ওইসব লাইভ ভিডিওগুলো মুছে দেন তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন দপ্তর থেকে চাঁদা আদায়সহ গভীর নলকূপ বরাদ্দ নিয়ে দেয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। তার স্ত্রী কাজী রওশন জাহান উপজেলা মহিলা দলের সভানেত্রী প্রাথমিক বিদ্যালয়ের গন্ডী না পেরুলেও ফেয়ার নিউজ সার্ভিস লিমিটেড (এফএনএস) এ মহাদেবপুর প্রতিনিধি হিসেবে টিটো নিজেই সেখানে সংবাদ পাঠান।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, স্থানীয় কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় ও কয়েকজন সরকারি কর্মকর্তার প্রশ্রয়ে আরও বেপোরোয়া হয়ে উঠেছে টিটো। টিটো মাদক সেবন ছাড়াও মাদক ব্যবসার সাথেও জড়িত বলেও জানান তারা। টিটোসহ তার অনুসারী আরও কয়েকজন মাদকসেবী সাংবাদিক উপজেলা সদরের একটি ভাড়া বাসায় বিভিন্ন স্থান থেকে মেয়ে নিয়ে এসে জমজমাট দেহ ব্যবসা পরিচালনা করেন এবং সেখানে প্রায় প্রতি রাতেই মাদকের আসর বসায়। ৫ আগষ্ট পট পরিবর্তনের পর উপজেলার বিভিন্ন অনিয়ম বন্ধ হলেও বন্ধ হয়নি ফেন্সিডিল সম্রাট বদির ফেন্সি সাম্রাজ্য।
জানা যায়, ফেন্সি সম্রাট বদির বাড়িতে নিয়মিত যাতায়াত করেন টিটো সহ আরো ৪/৫ জন সাংবাদিক। এসব সাংবাদিকের ছত্রছায়ায় নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে ধরাছোঁয়া বাইরে থাকে ফেন্সি বদি। অনতিবিলম্বে কথিত সাংবাদিক টিটো, ফেন্সি বদিসহ সেল্টারদাতা সাংবাদিকদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে মহাদেবপুর থানার (ওসি) হাশমত আলী বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। বিষয়টি লজ্জাজনক। উপজেলা বিএনপির সভাপতি মো. রবিউল আলম বুলেট বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন, দলীয়ভাবে আলোচনা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews