ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মোট ৫০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১০টা ৩০মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার নওগাঁ ও রিটার্নিং অফিসার মাহমুদ হাসান, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জাহিদুর রহমান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ প্রমুখ।
মেয়র পদে প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবীর চৌধুরী (নৌকা) ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন (ধানের শীষ)। ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু (উট পাখি), ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আমজাদ হোসেন (ডালিম) সহ মেয়র ২, সাধারণ কাউন্সিলর ৩৬ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১২ প্রার্থীদের প্রতীক দেওয়া বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১৬ জানুয়ারি ২০২১ তারিখে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।