ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে রক্তাক্ত ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত নিন্দা, দোয়া ও প্রতিবাদ সভা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়, দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রয়া।
জানা গেছে, ২১ আগষ্ট শনিবার উপজেলা আওয়ামী লীগের ব্যানারে গোল্লাপাড়া বাজার চত্ত্বরে দোয়া, নিন্দা ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়। কিন্তু গঠণতন্ত্র পরিপন্থী ভাবে প্রতিবাদ সভায় সভাপতি করা হয় তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র ইমরুল হককে আর সঞ্চালনা করেন, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বহিঃস্কৃত নেতা ও মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান প্রমুখ।
অথচ গঠণতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত কর্মসূচীতে উপেজলা আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্ব করার কথা এবং বহিঃস্কৃত কোনো নেতাকে অতিথি না করার কথা থাকলেও সেটা লঙ্ঘন করা হয়েছে। তাহলে এরা কি মুখে দাবি করেন তারাই আদর্শিক (আসল) আওয়ামী লীগ।
এদিকে, ২১ আগষ্ট রক্তাক্ত গ্রেনেড হামলা দিবসের প্রতিবাদ সভায় গ্রেনেড হামলার বিষয়ে তেমন কোনো বক্তব্য না দিয়ে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও দলের দায়িত্বশীল নেতৃত্বকে কটাক্ষ এবং ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেয়ায় রাব্বানী-মামুনের বিরুদ্ধে তৃণমুলে এসব ক্ষোভ-অসন্তোষ ও ক্রিয়া-প্রতিক্রিয়ার সুত্রপাত হয়েছে।
এ ঘটনায় মূলধারা ও তৃণমুলের নেতাকর্মীরা গোলাম রাব্বানী এবং আব্দুল্লাহ্ আল-মামুনকে দল থেকে বহিঃস্কারের দাবি করে প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।