ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সম্প্রসারিত অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তার সঞ্চালনায় সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।
সম্মেলনে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, সম্মেলনের উদ্বোধক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, প্রধান বক্তা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, সহ সভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
আরও উপস্থিত ছিলেন, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখসহ সম্মেলনের কাউন্সিলর ডেলিগেটবৃন্দ।
২য় অধিবেশনে পুনরায় আব্দুল মুকিত কল্লোলকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান পৌরসভার প্যানেল মেয়র একাধিক বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২য় অধিবেশনের সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।