ধূমকেতু নিউজ ডেস্ক : পাপিয়ার মতো আর কেউ যাতে দলে প্রবেশ করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে যুব মহিলা লীগকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের তাঁর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় যুক্ত হন।
কাদের বলেন, ‘যুব মহিলা লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হিসেবে মাঠে ময়দানে জোরালো ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না। পাপিয়ার মতো আর কোনো অপকর্মকারী অনুপ্রবেশ যেন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দুই একজনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্নান হতে পারে না।’
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব দেশের স্বাস্থ্য খাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগই দেখতে পাচ্ছেন। আসলে আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আছে গভীর হতাশায়। দেশের মানুষের সঙ্গে যাদের সম্পর্ক নেই। সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন স্বেচ্চা গৃহবন্দি। মিডিয়ায় চিরাচরিত মিথ্যাচারই এখন তাদের প্রধান কাজ। অন্ধের হাতি দেখার মতো বিএনপি চারিদিকে দুর্যোগ দেখতে পাচ্ছে।’
করোনা ভাইরাস দ্রুত চলে যাবে- এমন আত্মতুষ্টিতে না ভুগে এই ভাইরাসকে সাথে নিয়ে চলতে মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই ১৫ অগাস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আদালতের রায়ে ফাঁসিতে ঝুলেছে আত্মস্বীকৃত খুনিরা। এখনও যারা লুকিয়ে আছেন বিভিন্ন দেশে, তাদেরও ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে, ইনশাল্লাহ।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তারা ভেবেছিল, এদেশ থেকে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ চিরতরে হারিয়ে যাবে। কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণিত করে মুজিব নামের সম্মোহন আরও গভীরতা লাভ করে মানুষের হৃদয়ে। যারা দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে চেয়েছিল, দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল সে অশুভ চক্র অব্যাহত রাখে তাদের ষড়যন্ত্র। আবারও বেছে নেয় সেই আগস্ট মাস। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সন্ত্রাসবিরোধী সমাবেশে সেদিন টার্গেট ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৭৫ এর সেই বুলেট ২০০৪ সনে ফিরে আসে প্রাণঘাতী গ্রেনেড হয়ে।’
২১ অগাস্ট হত্যাকাণ্ডকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে সে সময় জজমিয়া নাটক একং আলামত নষ্ট করার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে। দেশে-বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীও তলে তলে সুযোগ খুঁজছে। তাই আমি যুব মহিলা লীগসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এ অপশক্তির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল সভায় বক্তব্য রাখেন।