ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার ২৬ ডিসেম্বর। এ নির্বাচনে চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৬ জন ও সাধারণ সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২নং নন্দীগ্রাম ইউনিয়নে তিন জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও ভোটারদের মতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের রেজাউল করিম কামাল ও চশমা প্রতীকের আব্দুল বারী বারেকের মধ্যে।
৩নং ভাটরা ইউনিয়নে পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের আব্দুল্লাহেল বাকী ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মোরশেদুল বারীর মধ্যে।
৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে ছয় জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী অটোরিক্সা প্রতীকের জিল্লুর রহমান ও আনারস প্রতীকের আব্দুল মতিনের মধ্যে।
৫নং ভাটগ্রাম ইউনিয়নে পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের আবুল কালাম আজাদ ও আনারস প্রতীকের শামছুর রহমানের মধ্যে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।