ধূমকেতু প্রতিবেদক, পাবনা : রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন পাবনা সদর, আটঘরিয়া ও ভাংগুরা উপজেলায় ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনা দেখা যায় নাই, তবে ১৪টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী, ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক বে-সরকারি ভাবে নির্বাচিত ঘষণা করেন স্ব-স্ব দায়িত্বে থাকা নির্বাচন অফিসার। এদিকে নির্বাচন সুষ্ঠু হওয়ায় প্রশাসন কে ধন্যবাদ জানান নবনির্বাচিত প্রার্থী ও সাধারণ ভোটার।
পাবনা সদর উপজেলা ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সব গুলোতে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন, রিটার্নিং অফিসার হাসান রশিদ হোসাইনী।
নির্বাচিতরা হলেন, দোগাছী ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে আলী হাসান তিনি ভোট পেয়েছেন ১২৫৭৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজমত বিশ্বাস আনারস পেয়েছেন ১০৮৫১ ভোট, নৌকা প্রতীক নিয়ে আলতাফ হোসেন পেয়েছেন ৯০৫৭ ভোট, গয়েশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন আনারস ১২৭৭৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিন্না মন্ডল পেয়েছেন ৯৭৩০ ভোট, নৌকা প্রতীক নিয়ে সামসুল মন্ডল পেয়েছেন ৬২৯ ভোট, দাপুনিয়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক মোটর সাইকেল ১২৪২৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী, নৌকা প্রতীক নিয়ে আম্বিয়া খাতুন তিনি পেয়েছেন ৮৫১৩ ভোট, হেমায়েতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন জাহাঙ্গির আলম খান মোটর সাইকেল ১২৮৩৪ ভোট, নৌকা প্রতীক নিয়ে মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ৯৮৪৯ ভোট, আলাউদ্দিন ৮৬২০ ভোট।
মালিগাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন সৈয়দ মুন্তাজ আলী ঘোড়া ১০৫৭৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী, নৌকা প্রতীক নিয়ে উম্মাত আলী পেয়েছেন ৮৩৮৯ ভোট, আরিফুল ইসলাম আনারস ৭১১৪ ভোট, সাদুল্লাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন আঃ আলীম মোল্লা মোটরসাইকেল ৭৪৭৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী, নৌকা প্রতীক নিয়ে রইস উদ্দিন খান পেয়েছেন ৬৯৩১ ভোট, মাজেদ আলী মোল্লা আনারস ৩৮১৫ ভোট, মালঞ্চি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন কবির আহম্মেদ আনারস ৫৩৯৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী খন্দকার ৪২১৬ ভোট, নৌকা প্রতীক নিয়ে আব্দুল আলিম পেয়েছেন ২৪৬৪ ভোট, চড়তারাপুর স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান আনারস ৭১২৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে রবিউল হক টুটুল পেয়েছেন ৬৭৯৯ ভোট, আতাইকুলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শওকত হোসেন মোটরসাইকেল পেয়েছেন ৮৪৩১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গির আলম বিশ্বাস চশমা ৭২৫৭ ভোট, খোন্দকার আতিয়ার হোসেন নৌকা পেয়েছেন ৫২৭৬ ভোট।
ভাংগুরা উপজেলায় ৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এখানে ২টি ইউনিয়নে নৌকা, ২টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত।
নির্বাচিতরা হলেন, অষ্টামনিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সুলতানা জাহান নৌকা পেয়েছেন ৬০২৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আনারস পেয়েছেন ৪৫৯৯ ভোট, পারভাংগুড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত হেদায়তুল হক নৌকা পেয়েছেন ৬০১২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আনারস পেয়েছেন ৩৮৩১ ভোট, স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলেন খানমরিচ ইউনিয়নে মনোয়ার হোসেন খান ঘোড়া প্রতীক ৮৯৫১ ভোট, নিকটতম প্রতিদ্ব›দ্বী, নৌকা প্রতীক নিয়ে নূর-উন নবী মন্ডল পেয়েছেন ৬৯২৭ ভোট, দিলপাশার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান মোটরসাইকেল ৩২৬৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা চশমা পেয়েছেন ২৭৫৪ ভোট, আওয়ামী লীগ মনোনিত অশোক কুমার ঘোষ নৌকা পেয়েছেন ২৩৭২ ভোট।
এদিকে আটঘরিয়া উপজেলায় ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে এ উপজেলায় ১টি মেয়র ২টি চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক জয়লাভ করলেও ৩টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন নৌকা ৫৬৮২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান নারিকেল গাছ প্রতীক পেয়ে ছেন ৩৩৯১ ভোট, আটঘরিয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী আঃ মালেক সরকার আনারস ৪৬৮৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে আনোয়ার হোসেন পেয়েছেন ৩৯৩৭ ভোট, চাঁদভা ইউনিয়নে সাইফুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, তিনি ভোট পেয়েছেন ৮৬৬৯ ভোট তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কামরুজ্জামান টুটুল স্বতন্ত্র মোটরসাইকেল পেয়েছেন ৭৪৭০ ভোট, দেবত্তর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন আবু হামিদ মোহাঈমীন হোসেন চঞ্চল তিনি পেয়েছেন ৭৯০৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে, এম শাহীন স্বতন্ত আনারস প্রতীক পেয়েছেন ৫২৩৭ ভোট, একদন্ত ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী লিয়াকত হোসেন আলাল ঘোড়া প্রতিক পেয়েছেন ৯২৯৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ মালেক স্বতন্ত্র প্রার্থী চসমা প্রতিক পেয়েছেন ৬২৯৩ ভোট, মহসিন আলী মোল্লা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক পেয়েছেন ৪১০৬ ভোট, মাছপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন আনারস প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন ১০৭৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইন্তাজ আলী খান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক পেয়েছেন ১০০৬০ ভোট।