ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনে সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সাপাহার সদরে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল হক চৌধুরী বাবুর (ঘোড়া)কে প্রায় ৬হাজার ভোটের ব্যাবধানে হারিয়ে আওয়ামী লীগের (নৌকা)র সাদেকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গোয়ালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোখলেছুুর রহামান মুকুল (মোটর সাইকেল)কে প্রায় ২হাজার ভোটের ব্যাবধানে হারিয়ে আওয়ামী লীগের (নৌকা)র কামরুজ্জামান জয়লাভ করেছেন। তিলনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (আনারস)কে প্রায় ৩হাজার ভোটের ব্যাবধানে হারিয়ে আওয়ামীলীগের (নৌকা)র মোসলেম উদ্দীন চেয়ারম্যান হয়েছেন।
আইহাই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান হামিদুর রহমাননের (নৌকা)কে প্রায় ৫শ’ ভোটের ব্যাবধথানে হারিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জিয়াউজ্জামান টিটু মাস্টার (আনারস) মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শিরন্টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ২৮ বছরের চেয়াম্যান মাও: আব্দুল বাকীর (মোটর সাইকেল)কে প্রায় ৩হাজার ভোটের ব্যাবধানে হারিয় আওয়ামী লীগের (নৌকা) প্রতিকে প্রভাষক বোরহান উদ্দীন জয়লাভ করেছেন।