ধূমকেতু প্রতিবেদক : কয়েকদিন আকাশ মেঘলা ও বৃষ্টি পাতের পর অবশেষে গতকাল সোমবার রাজশাহীতে দেখা মিললো সূর্যের। তবে এদিন ভোর থেকে কুয়াশায় চারপাশ ঢাকা ছিল। তবে সকালের পরে আস্তে আস্তে কুয়াশা কেটে যেতে থাকে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দেখা মিলেছে সূর্যের।
সকাল থেকে বৃষ্টির দেখা মেলিনি। তবে মেঘলা আকাশের কারণের বেড়েছে তাপমাত্রা। এদিন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রোববার (২৩ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে তাপমাত্রা বেড়েছে এক দশমিক ৯ ডিগ্রি। এছাড়া গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আকাশে মেঘ রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘ কেটে গেলে বেশি শীত অনুভূত হতে পারে।
প্রসঙ্গত, চলতি মাসের গত ১১ জানুয়ারি রাজশাহীতে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তার পরের দিন ১২ জানুয়ারি ১ দশমিক ৩ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে।