ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে একের পর এক রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। খানাখন্দে ভরা দূর্ভোগের সড়কগুলো হচ্ছে নতুন ঝকঝকে-তকতকে। সড়কের পাশে ড্রেন ও ফুটপাতও নির্মাণ করা হচ্ছে। মহানগরীর চলমান এসব উন্নয়ন কাজ পরিদর্শন ও নিয়মিত তদারকি করছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র।
বুধবার সাগরপাড়া বটতলা মোড় হতে টিকাপাড়া মসজিদ পর্যন্ত চলমান রাস্তা কার্পেটিং ও ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন কাজ পরিদর্শন রািসক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
২২ কোটি টাকার প্যাকেজের আওতায় ৫টি ওয়ার্ডে ২০, ২১, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের আওতায় ৫শ ৫০ মিটার রাস্তা ও ৫শ ৫০ মিটার ফুটপাত নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এরপর বাবর আলী সড়ক হয়ে তালাইমারী মোড় পর্যন্ত সড়ক কার্পেটিং রাস্তা নির্মাণ ও জুবেরের পুরাতন বাসা হতে তালাইমারী সড়ক শহীদ মিনার মোড় পর্যন্ত রাস্তা সিসি রাস্তা, ড্রেন, কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় ২৫টি স্কিমের কাজ চলমান রয়েছে।
পরে ২৪নং ওয়ার্ডে গাজী সালাউদ্দিন সড়ক, কেদুর মোড় বউ বাজার এলাকায় টার্সিয়ারি ড্রেন নির্মাণ কাজ পরির্দশন করেছেন মেয়র। এছাড়া রেন্টুর খড়ির আড়ত হতে বুলনপুর হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক হয়ে ঢালুর মোড় পর্যন্ত চলমান সাতশ মিটার ফোরলেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন সিটি মেয়র। ১৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ফোরলেন সড়কটি নির্মাণের আওতায় উভয়পাশে ফুটপাত, রাস্তার উভয় পাশে স্লাবসহ ড্রেন, ডিভাইডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল হক, প্রকল্প পরিচালক ও রাসিকের তত্ত¡াবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার।
এছাড়াও নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব, উপ সহকারী প্রকৌশলী পারভেজ মোশাররফ, ইউসুফ আলী, মেহেদি হাসান, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি মামুনুর রশীদ বাচ্চু ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।