ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে আগুনে পুড়ে একটি দোকানে সব মালামাল ছাই হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাসুদেবপুর সুইজগেট বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এতে করে প্রায় ১৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আজাদ আলী।
স্থানীয়রা জানান, দুপুরের নামাজ আদায় করে এসে দেখে যে দোকানে আগুন জ্বলছে। তবে কিভাবে আগুন লাগলো তারা বুঝতে পারছেন না।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসারজাহাঙ্গীর সরকার বলেন, আমরা খবর পাওয়া মাত্র প্রায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে বা কত টাকার মালামালের ক্ষতি হয়েছে তদন্ত করে তার পরিমান নির্ণয় করা হবে। তদন্তর আগে কিছুই বলা যাবে না বলে তিনি জানান।