ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় লেগুনার যাত্রী সদানন্দ ঘোষ (৪৫) নামের একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহত সদানন্দ ঘোষ চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের গোচর গ্রামের খগেন্দ্রনাথ ঘোষের ছেলে।
আহতরা হলেন, উপজেলার গোপালহাটি গ্রামের আমিনুর মন্ডলে ছেলে উজ্জল (৪০), রামজিবনপুর গ্রামের অকবর আলীর ছেলে মিলন (৪০), সরিষাবাড়ি গ্রামের ফুরকান আলীর ছেলে বাহার (৩০), বানেশ্বর এলাকার জয়নাল (৪০), পালপাড়া এলাকার মিজানুরের স্ত্রী রজুফা (২৫) ও লেগুনার ড্রাইভার অজ্ঞাত (৪০)।
পুঠিয়া শিবপুর ফাঁড়ি ইনচার্জ লুৎফর রহমান নিশ্চিত করে বলেন, শনিবার ভোর পৌঁনে ৬ টায় রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রিবাহী লেগুনা উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বড় সেনভাগ নামক স্থানে পৌঁছালে নাটোর থেকে রাজশাহী গামি একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যাত্রিবাহি লেগুনাকে ধাক্কা দিলে লেগুনার যাত্রিসহ ড্রাইভার গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সদানন্দকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।