ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হল ৪৯ তম সমবায় দিবস।
শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা আলাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত-তিজারা রাজশাহী লিমিটেড এর পরিচালক আব্দুল হালিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে শেষে সমবায় সমিতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আত-তিজারা রাজশাহী লিমিটেড উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ক্রেষ্ট প্রদান ও পরিচালক আব্দুল হালিমকে সেরা সমবায় সংগঠক হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া স্থানীয় আরো তিনটি সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমবায় সদস্য নুরুল হুদা।