ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ২০ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৬ জন, মোহনপুর থানা ৭ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১ জন ও চারঘাট মডেল থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ আনারুল হক(৩৭) কে ১০০গ্রাম গাঁজা, টিয়ারুল ইসলাম ওরফে ফকির (৫২) কে ৭৫গ্রাম গাঁজা, মামুন হোসেন (৩৬) ও আজিজুল হক (৪৫) কে ২৫০ গ্রাম গাঁজা, খাদিজা খাতুন (২৪) কে ১০০গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, মোহনপুর থানা পুলিশ শ্রী লিটন রায় (২৯) ও সোহেল রানা (৩০) কে ১৫লিটার দেশীয় তৈরী চোলাইমদ, আশরাফুল ইসলাম (৪০), শ্রী মিস্ত্রি হেমরন (৪০) ও শ্রী বুধরাই ওরফে মাইকেল (৩২) কে ১৫লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে।
এছাড়াও বাগমারা থানা পুলিশ সাকিব তালুকদার (২১), রাজু হোসেন (২২) ও রায়হান মন্ডল (২৩) কে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ রতন আলী (৩৪) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।