ধূমকেতু প্রতিবেদক, রাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে রাবি শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯ টায় রাজশাহী-ঢাকা মহাসড়কে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত মিছিলের নেতৃত্ব দেয় রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন।
এসময় রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, যতই হামলা করুক শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দেশে ভোটাধিকার, গণতন্ত্র, শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা ফিরে না আসা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না।’
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী, যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, বুলবুল রহমান, আহসান হাবীব, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, জহির শাওন, সম্রাট আব্দুল লতিব,মারুফ হোসেন, এম এ তাহের রহমান।