ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের এইচএসসি ব্যাচ-২০১২ সালের সকল শিক্ষার্থীদের একটি পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
ঈদ-উল-আযহার তৃতীয় দিন সম্ভাব্য তারিখ (১২ জুলাই, রোজ- মঙ্গলবার) নগরীর কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ পুনর্মিলনীর অনুষ্ঠান সম্পন্ন হবে।
অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন :
আহ্বায়ক ইয়াসিন হাবিন, সদস্য সচিব পলাশ, কোষাধক্ষ শফিকুর রহমান রুমেল, সাংগঠনিক সম্পাদক মুনতাসির হাসান, ফজলে রাব্বি ও রক্তিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল খান ও সামাউল ইসলাম, সাধারণ সদস্যবৃন্দ ইমরান, হামিম, শারমিন আক্তার, রিংকি ও জুয়েল টুডু।
কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য প্রত্যের রেজিষ্টেশন ফি : ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ আগামি ৩০ জুন ২০২২ ইং রোজ- বৃহস্পতিবার।
আগ্রহী ব্যক্তিরা রাজশাহী হড়গ্রাম কোর্ট নিউ মার্কেটে অবস্থিত ইয়াসিন হাবিবের পদ্মা বস্ত্রালয়ে গিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন অথবা বিকাশ- ০১৭০১-০৮২৭৪১ (পারশোনাল) এই নম্বরে বিকালে টাকা দিয়ে রেজিষ্টেশন করতে পারবেন।
আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ২০১২ ব্যাচের সকল শিক্ষার্থীকে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান ও শিক্ষকবৃন্দ রইস উদ্দিন, আব্দুল বারী, রবিউল ইসলাম লিটন, মামুন ও মাসুম।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে উত্তরাঞ্চলের স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’।