ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বুধপাড়া এলাকায় বৃক্ষরোপণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু।
আরও উপস্থিত ছিলেন, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।