ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জার্সি প্রিন্টিং সাভির্সের কারখানার পেছনের দেয়াল ভেঙ্গে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোরহাঙ্গা চাঁদ শপিং কমপ্লেক্সের নিচতলায় জার্সি প্রিন্টিং সার্ভিসের পেছনের ওয়াল ভেঙ্গে আনুমানিক আড়াই লাখ টাকার জিনিস চুরি হয়ে যায়।
প্রতিষ্ঠানের মালিক ইব্রাহিম হায়দার জানান, শুক্রবার রাতের যে কোনো সময় তার প্রতিষ্ঠানের পেছনের ওয়াল ভেঙ্গে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরেরা।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ১৫০ পিস, সাউন্ড সিস্টেম ১ পিস এবং জার্সি প্রিন্টের ম্যাশিংয়ের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এতে আড়াই লাখ টাকার জিনিস চুরি হয়ে গেছে।
তিনি আরও জানান, একই ভবনের দোতলায় অবস্থিত বিকাশের এজেন্টের গ্রীল কেটে সাতটি ল্যাপটপ চুরি হয়েছে।
এ বিষয়ে শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কায়সার বলেন, থানায় জিডি হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের প্রক্রিয়া চলছে।