ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর রাজশাহীর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাদ জোহর শিরোইল কলোনী ৪ নম্বর গোলীর শেষ মাথায় জামেয়াতুল মাদিনা মাদরাসায় দোয়ার পূর্বে পবিত্র কুরআন খতম ও দোয়া ইউনুস পাঠ করা হয়। এসময় মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার প্রদান করা হয়।
দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা মাইনুল হোসেন।
মাহফিলে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান সম্পাদক রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখা রাজশাহী, অতিরিক্ত সাধারণ সম্পাদক রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি প্রচার ও প্রকাশনা সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক সদর দপ্তর শাখা রাজশাহী আনোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখা রাজশাহী হাসিবুল আলম রজন, সভাপতি পরিবহন শ্রমিকলীগ রাজশাহী মহানগর কমিটি আশরাফুল ইসলাম, সহ সম্পাদক রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখা রাজশাহী সুব্রত ইসলাম হৃদয়, সদস্য রেলওয়ে শ্রমিকলীগ সদর দপ্তর শাখা রাজশাহীর অন্যান্য নেতৃবৃন্দ।