IMG-LOGO

শনিবার, ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধনধামইরহাটে আদিবাসীদের সামাজিক অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সচেতনতামূলক সমাবেশনন্দীগ্রামের পাঁচপীর মাদ্রাসার নির্বাচন বানচাল করার প্রতিবাদে মানববন্ধনবদলগাছীতে কম্বাইন হারভেস্টার দুটি মেশিন বিতরণতাইওয়ানের পার্লামেন্টে মারামারিটি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ আইসিসির‘জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন’সৌদি গেলেন ২৭ হাজার হজযাত্রীচলন্ত বাসে আগুন, ৯ জনের মৃত্যুঢাকাসহ কিছু অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাসবিমানবন্দরে যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনাসাড়ে ৩ বছরের চেষ্টায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী জোরায়া টার বিকবেলপুকুরিয়ায়া ইউনিয়ন পরিষদের বাজেট পেশনন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ গ্রেপ্তার ৩আম নিয়ে সিন্ডিকেট হতে দেয়া হবে না : কৃষিমন্ত্রী
Home >> রাজশাহী >> জাতীয় প্রতারক চক্রের ফাঁদে যুবক, দেশের দুই বিভাগে ২ মামলা

জাতীয় প্রতারক চক্রের ফাঁদে যুবক, দেশের দুই বিভাগে ২ মামলা

ধূমকেতু প্রতিবেদক : বিক্রয় ডট কম নামের একটি বেচাকেনার অনলাইন মাধ্যমে প্রতারক চক্রের খপ্পরে পড়ে দুইটি পৃথক মামলায় জড়িয়ে পড়েছে রাজশাহীর গোলজারবাগ, গুড়িপাড়ার সেলিম রেজার পুত্র সজিবুর রহমান সজিব।

রোববার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতারকের দ্বারা হেনস্তার কথা শিকার করে কলেজ পড়ুয়া যুবক সজিবুর রহমান সজিব এবং তার সাথে ঘটে যাওয়া প্রতারক চক্রের কারসাজি গণমাধ্যমে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সজিবুর রহমান বলেন, আমি ২০২১ সালের জুলাই মাসে আমার ফোন বিক্রি করবো বলে অনলাইন কেনাবেচার অ্যাপ বিক্রয় ডট কমে আমার ফোনের ছবি দিয়ে পোষ্ট করি।

সেই সূত্রে ঢাকার একজন ব্যাক্তি আমাকে ফোন দিয়ে বলে আমার ফোনটি তিনি কিনতে চায়। তারপর তিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়ে নেয়ার পর বেশ কয়েকবার কথা হয় তার সাথে।

দুইদিন পর তিনি আমাকে ফোন দিয়ে বলেন, আপনার ফোন টা আমি নিতে পারবো না, ভালো ফোন পেয়েছি ওইটা নিবো। আমি বলি আচ্ছা ঠিক আছে বলে ফোন রেখে দিয়। তারপরে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে বলেন আপনার (সজিব) বাসা কোথায়, আপনি কি করেন? আমি বলি, আমার বাসা রাজশাহীতে, আমি শিক্ষার্থী।

আমি বলি আপনি কি করেন তিনি বলেন, আমি ঢাকার সাভারের একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, পরে তিনি আমাকে বলেন যে, আমাদের এইখানে আপনি জব করবেন? আমাদের কোম্পানিতে লোক নিবে (নিয়োগ)। আমি চাকুরি করার প্রস্তাবে সম্মতি জানালে সে আমার নিকট থেকে আমার এনআইডি কার্ড, বাবা-মার এনআইডি কার্ড, আমার জন্ম সনদ, এসএসসি মার্কশিট, এসএসসির প্রবেশ পত্রসহ যাবতীয় কাগজ পত্র চাই। আমি ওইগুলার ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। পরে তিনি কাগজ গুলো পাওয়ার পর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপরে আমার সাথে আর কোন যোগযোগ হয়নি। এ ঘটনার কয়েকদিন পর আমি আমার ফোনের সফটওয়্যার জনিত সমস্যার কারণে আমার ব্যবহৃত ফোনটি রিসেট করে দিই (ডিলিট)। এইভাবে কয়েক মাস কেটে যায়।

ভুক্তভোগী যুবক আরও বলেন, তারপর ২০২১ আগষ্ট মাসের প্রথম দিকে রাজশাহী পুলিশ লাইন থেকে বাধন নামে একজন পুলিশ সদস্য আমার বাসায় এসে জানায় যে, আমি নাকি আইফোন দেয়ার নাম করে পটুয়াখালীর জেলার ইয়াসিন পাটোয়ারীর কাছ থেকে ৫০,০০০ টাকা হাতিয়ে নিয়েছি। পরবর্তীতে ইয়াসিন পাটোয়ারী আমার বাবার সাথে কথা বলে।

তিনি বলেন, আপনার ফ্যামিলির যাবতীয় ডকুমেন্টস আমার কাছে আছে। আমার বাবাকে তিনি অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন ভালোই ভালো আমার টাকা আমাকে ফিরিয়ে দিবেন নাহলে আপনার ফ্যামিলির এমন ক্ষতি করবো যা আপনারা সারা জীবন আফসোস করবেন। এর পরই আমি আমার নিরাপত্তার কারণে ০৬/১২/২০২১ তারিখে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটা জিডি করি, জিডি নম্বর-২৫৪।

তারপর আবারো ২০২২ সালের সেপ্টেম্বর ২৭ তারিখে কাশিয়াডাঙ্গা থানার জালাল নামক এস.আই এসে আমার বাসায় জানায় যে, বরিশালের পিবিআই এ প্রতারণার মামলা হয়। পরে জানতে পারি আইফোন দেয়ার নামে ৫০হাজার টাকা আমার এনআইডি কার্ড, আমার বাবা-মা’র এন আইডি কার্ড দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছি বলে অভিযোগ হয়েছে।

পরবর্তীতে ০২/১০/২০২২ আমার বাসায় মতিহার থানার ২ জন এসআই কে নিয়ে ঢাকা উত্তরার ইমরান নামের একজন আসে এবং তার কাছে ০১৭৯১৭৬২৮০১ এই নম্বরে কে বা কারা সজিব সেজে কথা বলেছে এবং আবার আমার এনআইডি কার্ড,আমার বাবা-মা’র এনআইডি, আমার এসএসসির মার্কশীট ও প্রবেশপত্রসহ সব কিছু দেখিয়ে ০১৭৯১৭৬০৭৮৫ নম্বরে নগদে ৬০,০০০ ও রকেটে ১০,০০০ টাকা হাতিয়ে নেয়। তাকে এস.এ পরিবহন থেকে ০১৭৭৫১১৭০৭২ এই নম্বর থেকে জানায় তার একটা পন্য এসেছে তখন তিনি নাকি টাকা পাঠায়।

আবার ১৯/১০/২২ তারিখে কাশিয়াডাঙ্গা থানার মুক্তারুল নামক এস.আই বাসায় এসে জানায়, ঢাকা শেরেবাংলা নগরের তুহিন নামের একজন ব্যাক্তির কাছ থেকে সজিব সেজে ০১৭৪৫৭৫৩৬৬৫ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে এবং আমার এনআইডি কার্ড,বাব-মা’র এনআইডি, আমার এসএসসি মার্কশীট ও প্রবেশপত্র সহ যাবতীয় কাগজ দেখিয়ে আক্কাশ আলী নামক একজনের ০১৭৯১৭৬০৭৮৫ এই নম্বরে ক্যামেরা দেওয়ার নাম করে ৩০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী যুবক প্রতারক চক্রের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031