ধূমকেতু প্রতিবেদক : অভাবের তাড়নায় পনেরো বছর বয়সে রিক্সা চালাতে শুরু করেন হাসান (৪২)। নিজে অভাবী হলে কি হবে অসহায় পথচারীদের বিপদে এগিয়ে আসেন তিনি।
ভাড়া ছাড়াই বিপদে পড়া যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেন। তিনি রাজশাহী মহানগরীর ১নং ওয়ার্ড সাইরগাছার বাসিন্দা।
রিক্সাচালক হাসান জানান, ২৭ বছর ধরে তিনি রাজশাহীতে রিক্সা চালাচ্ছেন। পথে যখন মানুষ বিপদে পড়ে তখন কেউ যদি এসে তার কাছে সাহায্য চাই সে সময় তিনি বিনা খরচে তাদের গন্তব্যে পৌঁছে দেন। হঠাৎ কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেন বিনা ভাড়ায়। কোথাও দুর্ঘটনার খবর পেলেই রিক্সা নিয়ে ছুটে যান, আবার লাশও রিক্সায় বহন করেন। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক। ছেলে কর্মহীন ও দুই সন্তানসহ বিবাহ বিচ্ছেদ হওয়া মেয়েও এখন তার সংসারে।
তিনি আরও জানান, নিজের পরিবারের অভাব মিটাতে না পারলেও তিনি এ ধরণের সেবা দিয়ে থাকেন যাত্রীদের। বর্তমানে সংসার ঠিকমতো না চলায় প্রতিদিন রিক্সা চালানোর পাশাপাশি গত তিনবছর ধরে রাসিকের ১নং ওয়ার্ডের ভ্যান চালানোরও কাজ করছেন তিনি।