ধূমকেতু প্রতিবেদক : শীতে করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ এর আশঙ্কা মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি সংস্থা জনউদ্যোগ।
রাজশাহীর মহানগরীর আলুপট্টিস্থ জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট কার্যলয়ে মঙ্গলবার বিকালে সাড়ে ৪ টায় জনউদ্যোগের রাজশাহী কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, আদিবাসি নেতা আন্দ্রিয়াস বিশ্বাস প্রমুখ।
আইইডি’র সহযোগিতায় এ সংবাদ সম্মেলনে বক্তারা শীতে করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ এর আশঙ্কা ও এর আসন্ন ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন এবং এ থেকে মুক্তি পাওয়ার জন্য পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।