ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হাসান-আল-মারুফের নেতৃত্বে নগরীর সিএন্ডবি মোড় ও সাহেব বাজার এলাকায় বিভিন্ন খাবার দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ পন্য, পন্যের মোড়কে খুচরা মূল্য সংযুক্ত না করার অপরাধে রাজিব স্টোরকে চার হাজার, সিটি জেনারেল স্টোরকে তিন হাজার, আল ফুরকান আতর হাউ’কে দুই হাজার ও নবান্ন স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
https://www.youtube.com/watch?v=iNgz8D95icw
এরপর নগরীর ভুবনমোহন পার্কে টিসিবি পন্য সঠিকভাবে বিক্রয় করা হচ্ছে কি না তা পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করতে বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।