ধূমকেতু প্রতিবেদক : পর্যটক ও অতিথিদের সর্বোত্তম সেবা এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে রাজশাহীর অভিজাত “হোটেল রয়্যাল রাজ এন্ড কন্ডোমিনিয়াম” এবং “দি সাউথ এশিয়ান ট্যুরিজম” এর মাঝে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২ আগস্ট) হোটেল রয়্যাল রাজ এন্ড কন্ডোমনিয়াম এর পক্ষে জেনারেল ম্যানেজার সৈয়দ তৌফিকুল ইসলাম এবং দি সাউথ এশিয়ান ট্যুরিজম এর প্রধান নির্বাহী সুলতানা পারভীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী রয়্যাল রাজ হোটেল এন্ড কন্ডোমনিয়াম এ আগত অতিথিদের ট্রান্সপোর্ট, বাস ও এয়ার টিকেট, ভ্রমণ ও গাইড সার্ভিস প্রদান করবে দি সাউথ এশিয়ান ট্যুরিজম।
চুক্তি অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাগণ ছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভূইয়া ও সাজু সরদার।
আরও উপস্থিত ছিলেন, আল-আকসা ডেভেলপার (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি উপকমিটির চেয়ারম্যান সাদরুল ইসলাম।