ধূমকেতু প্রতিবেদক : রবীন্দ্রনাথ দিয়েছেন প্রার্থনার ভাষা আর নজরুল দিয়েছেন প্রতিবাদের ভাষা। রবীন্দ্রনাথ একজন শান্ত সমৃদ্ধ ঋষি আর আর নজরুল হলেন রোমান্টিক, বিদ্রোহী আর মানবতার কবি। অভিভূত আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর প্রয়ান দিবস উদযাপন অনুষ্ঠানে এসে।
শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের রবীন্দ্র ও নজরুল প্রয়ান দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিখা সরকার।
তিনি আরও বলেন, রবীন্দ্র বলয়ের মধ্যে থেকেই যিনি মৌলিকত্ব প্রকাশ করতে পেরেছিলেন তিনি নজরুল। অসম্ভব সুন্দর গুরু-শীর্ষের সম্পর্ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের বলেও জানান তিনি।
রোববার (২৭ আগস্ট) বেলা ১১টায় রবীন্দ্র নজরুলের প্রয়ান দিবস উদযাপন করেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ।
এসময় সকল অতিথিদের অভ্যর্থনার্থে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরাজ আহমেদ।
পরে অনুষ্ঠানের অতিথি জনতা ব্যাংক লিমিটেড এর প্রাক্তন মহাব্যবস্থাপক ও সাংস্কৃতিক সংগঠক তাপস কুমার মজুমদার বলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের এমন ঐচিত্যপূর্ণ অনুষ্ঠানে মুগ্ধ তিনি।
তিনি আরও বলেন, আমরা রবীন্দ্র-নজরুলকে প্রায় একই সময়ে হারিয়েছি। রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনের খন্ড খন্ড ভালো দিক শিক্ষার্থীদের অনুধাবনের ও আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের উপশহর শাখার শাখা প্রধান তুহিনা পারভীন ইলা ও উপরভদ্রা শাখার শাখা প্রধান ফাতেমা জোহরা দোলনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রী বৃন্দ।
পরবর্তীতে অনুষ্ঠানের সভাপতি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এম.এ.মান্নান খান বলেন, রবীন্দ্র নজরুলের সাহিত্য পড়ে পড়ে বড় হয়েছি। পরে তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের স্মৃতিচারন করেন ও অতিথিবৃন্দসহ অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বরত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরপর রবীন্দ্র নজরুল প্রয়ান দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ দিবসকে সামনে রেখে শিক্ষকদের নিয়ে আয়োজিত সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ১১৮ জনের মাঝে পুরষ্কার ও বিতরন করেন।