ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা হল রুমে মাসিক আইনশৃঙ্খরা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আরিফুল কবীর, অফিসার ইনচাজ (ওসি) হেিদাস মন্ডল, ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবলু, আল-আমীন বিশ্বাস, হযরত আলী, দেলোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, মোহনপুর কেন্দ্রী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল।
আইন শৃঙাখলা কমিটির সদস্যরা বলেন বাজার মনিটর, মহাসড়কে জানযট মুক্ত করা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, স্বারদীয় দূর্গাপূজার প্রস্তুতি, সেফ হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান জনগণের সাথে স্বাস্থ্যসেবা ও অল্প মূল্যে খাদ্য দ্রব্য দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। তারা প্রশাসনের কাছে সরকারি কোন রেজিষ্ট্রেশন দেখাতে পারেনি। এ বিষয়ে আইন শৃঙ্খলা মিটিং এ বিস্তারিত আলোচনা হয় এবং এই প্রতিষ্ঠানের উপর দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে।