ধূমকেতু প্রতিবেদক : আজ ১২ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর শাখা বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
পরে বিকাল সাড়ে ৫ টায় নগরীর কাদিরগঞ্জ এএইচএম কামরুজ্জামানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করবেন নেতৃবৃন্দ।
এরপর একটি আনন্দ র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপাড়া দলীয় কার্যালয়ে এসে শেষ হবে।
সবশেষে কেক কাটার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হবে।