IMG-LOGO

বুধবার, ২২শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধনমান্দায় কৃষকের ২টি গাভী চুরিভারতে নিখোঁজ সংসদ সদস্য আনারের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীগোদাগাড়ীতে কয়েকদিনে ৫টি সাপকে পিটিয়ে হত্যা, আতঙ্কে কৃষকরাচলন্ত বিমানে তীব্র ঝাঁকুনি: এক যাত্রীর মৃত্যু‘জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি’‘দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি’দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনাইব্রাহিম রাইসির মৃত্যু: বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাসাবেক সেনাপ্রধান আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞানেতানিয়াহু ও হানিয়াকে গ্রেফতারের আবেদন আইসিসিতেদ্বিতীয় ধাপে ভোটগ্রহণ চলছে ১৫৬ উপজেলায়ভূমধ্যসাগরে ৩৫ বাংলাদেশি উদ্ধাররাত ৯টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশমোহনপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> তৃতীয় পেরিয়ে ৪র্থ বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’

তৃতীয় পেরিয়ে ৪র্থ বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’

তৃতীয় পেরিয়ে ৪র্থ বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’

ধূমকেতু নিউজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : আজ ৪ ডিসেম্বর সোমবার দেশের জনপ্রিয় ও ভিন্নধারার বাংলা অনলাইন পোর্টাল ‘ধূমকেতু নিউজ’ (dhumkatunews.com) এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ২০২০ সালে ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা’ এ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু হয় ধূমকেতু নিউজের।

হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল তিনটি বছর। পাঠক প্রিয়তার মেলবন্ধনের যে যাত্রাপথ শুরু হয়েছিল ২০২০ সালের ৪ ডিসেম্বর আজ তা ৪র্থ বছরে পদার্পন করেছে। ইতিমধ্যে সকলের আস্থার পাটফর্ম হিসেবে পত্রিকাটি জায়গা করে নিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। তিনি বলেন, সাংবাদিকদের সাথে আমার অন্যরকম একটি সম্পর্ক আছে। সাংবাদিকদের পরিচয় তারা সাংবাদিক। তাহলে সাংবাদিকরা কেন ভাগ হবে? তাদের প্রেসক্লাব আলাদা কেন হবে? আপনারা একসাথে কাজ করবেন। ধূমকেতু নিউজকে ধন্যবাদ জ্ঞাপন করে তার উত্তর উত্তর শুভকামনা করেন তিনি।

তৃতীয় পেরিয়ে ৪র্থ বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’
প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক সাংবাদিক ফায়সাল মোহাম্মদ শিশির। ছবি- ধূমকেতু নিউজ

প্রধান অতিথিকে সম্মাননা পদক তুলে দেন ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক সাংবাদিক ফায়সাল মোহাম্মদ শিশির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম, রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক তৈয়বুর রহমান।

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে ধূমকেতু নিউজকে শুভকামনা জানান।

তিনি বলেন, সমাজের আনাচে কানাচে অনেক ভুঁইফোড় সাংবাদিক জন্ম নিয়েছে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ও প্রকাশ্যে চাঁদাবাজি করে এগুলো বন্ধে সাংবাদিক ও কাউন্সিলরের সমন্বয়ে কাজ করতে চান তিনি।

তিনি আরও বলেন, সমাজের উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকরা কাজ করছেন। সাংবাদিকদের পাশে তিনি সবসময় থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ধূমকেতু নিউজের অনলাইন জগতে পদার্পণ বেশিদিন হয়নি। এই অনলাইন পোর্টালটি ভবিষ্যতে আরও জনপ্রিয় হয়ে উঠুক এবং ধূমকেতু নিউজ দেশের, জাতির, জনগণের কথা বলছে আগামী দিনেও বলবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তৃতীয় পেরিয়ে ৪র্থ বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’
ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। ছবি- ধূমকেতু নিউজ

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, আজকে আমাদের যে সম্মান প্রদান করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ ধূমকেতু নিউজের প্রতি। ধূমকেতু নিউজ পত্রিকাটির সাথে যারা যুক্ত তারা সক্রিয় থাকেন সবসময়, মাঠে ময়দানে থাকেন, তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা করেন। আশা করবো ধূমকেতু নিউজ বর্তমানে যেভাবে কাজ করছেন সমাজের দায়বদ্ধতার জায়গা থেকে আরও গুরুত্বপূর্ণভাবে নিবেন। সমাজের যারা অসহায়, নির্যাতিত মানুষ রয়েছেন তাদের কথাগুলো যেন উঠে আসে। আমি ধূমকেতু নিউজের উত্তর উত্তর শুভকামনা করছি।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান বলেন, ধূমকেতুর একটি বিশেষত্ব আছে। ধূমকেতু পত্রিকাটি কাজী নজরুল ইসলামের ছিল। একসময় তিনি এই পত্রিকাটি প্রতিষ্ঠিত করেছিলেন ব্রিটিশ সমৃদ্ধবাদের বিরুদ্ধে সংগ্রামের একটি হাতিয়ার হিসেবে।

তিনি আরও বলেন, আমাগী দিনে এই পত্রিকাটি আমাদের সমাজ বিকাশে ও প্রগতির ক্ষেত্রে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির বলেন, ধূমকেতু নিউজ এর জন্মলগ্ন থেকে আমরা চেষ্টা করেছি দেশ-বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সর্বদা তুলে ধরতে। আমাদের দক্ষ সংবাদকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে আজ ধূমকেতু নিউজ ৩ বছর পূর্ণ করে ৪ বছরে পা দিতে সক্ষম হয়েছে ও লাখো পাঠকের ভালোবাসা অর্জন করেছে। আমাদের এ পথ চলায় সকলের প্রতি রইলো অভিরাম ভালোবাসা ও শ্রদ্ধা।

তৃতীয় পেরিয়ে ৪র্থ বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’
ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। ছবি- ধূমকেতু নিউজ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান। তিনি বলেন, ধূমকেতু নিউজ ৩ বছর পূর্ণ করে ৪র্থ বছরে পা দিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। এই অনলাইন পত্রিকাটির সঙ্গে যারা জড়িত ও পাঠকদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধূমকেতু নিউজ বলিষ্ঠ ও নির্ভীকভাবে খবর এবং খবরের পেছনের খবর পরিবেশন করে আসছে।

তিনি আরও বলেন, শুধু রাজশাহী নয় বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পাঠকের হাতে পৌছে দিতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি এবং আমাদের এই অনলাইন পত্রিকাকে বিশ্বের কাছে তুলে ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের অনেক জেলায় আমরা তরুন ও মেধাবী সাংবাদিক নিয়ে কাজ করছি।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, রাজশাহীর অনলাইন নিউজ পোর্টাল টপ নিউজের সম্পাদক সিরাজী ইমন ও ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার জান্নাতুল মাওয়া সিফা।

এসময় উপস্থিত ছিলেন, আমাদের রাজশাহীর রিপোর্টার জিয়াউল হক জিয়া, কালেরকণ্ঠ পত্রিকার রাজশাহীর ফটো সাংবাদিক সালাহউদ্দিন, সময় টিভি রাজশাহীর ক্যামেরাপার্সন হাবিবুর রহমান পাপ্পু, যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক আজম খান, রাজশাহীর সংবাদের ফটো সাংবাদিক মোখলেসুর রহমান মুকুল, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের ফটো সাংবাদিক কাবিল হোসেন ও ফায়সাল হোসেন প্রমুখ।

সবশেষে গুণীজনদের হাতে সংবর্ধনা পদক তুলে প্রধান অতিথি মাসুদুর রহমান রিংকু।

গুণীজন সংবর্ধনা প্রাপ্তরা হলেন :

বিশিষ্ট সমাজসেবক ও রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, বিশিষ্ট সমাজসেবক ও রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, বিশিষ্ট সমাজসেবক ও রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, বিশিষ্ট সমাজসেবক ও রাজশাহী সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, নারী উদ্যোক্তা ও উইমেন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহীর সভানেত্রী আঞ্জুমান আরা পারভীন লিপি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সোহেল মাহাবুব, বিউটিশিয়ান জেসমিন আরা বিউটি, রূপরেখা কিশোরমেলার সভাপতি ও বৃক্ষপ্রেমি ইব্রাহিম হায়দার।

এছাড়াও অনুষ্ঠানে ফুলের সম্মাননা প্রদান করা হয়, ইত্তেফাক পত্রিকার রাজশাহীর ফটো সাংবাদিক আজাহার উদ্দিন, সময় টিভির রাজশাহী ব্যুরো সাইফুর রহমান রকি, রাজশাহীর প্রথম নারী সাংবাদিক হেলেন খান, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি তোফাইল হক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031