ধূমকেতু প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নগরীর বিভিন্ন বাড়ীর গেটে সড়কসহ দেয়ালে দেয়ালে প্রতিবাদী মুখর লেখা লিখেছিলেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজয়ের পর ট্রাফিক নিয়ন্ত্রণ, বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছার কার্যক্রম চালাচ্ছেন তারা।
শুধু তাই নয়, আন্দোলন চলাকালীন সেসব অশোভন ও রাজনৈতিক স্লোগান লিখেছিলেন, সেসব দেয়ালে রং দিয়ে মুছে পুনরায় সেখানে নতুন করে দেশ সংস্কারের নানা স্লোগান ও বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) রাজশাহী মহানগরীর তালাইমারী ট্রাফিক মোড় সংলগ্ন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রাচীরে শিল্পকর্ম আঁকেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রাফিকুল ইসলাম সাঈদ ও মেহনাজ মল্লিকা তুলনা।
জানা গেছে, নগরীর বিভিন্ন স্থানে আন্দোলন চলাকালীন সময়ে অশোভন লেখা ও রাজনৈতিক স্লোগানগুলো দুই দিন ধরে সাদা রঙ দিয়ে মুছে ফেলছে শিক্ষার্থীরা। রং শুকিয়ে যাওয়ার পর আবার সেখানেই নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের অভিনব সব স্লোগানও লিখছে তারা।
দেয়াল লিখন মোছার কাজের ফাঁকে রাফিকুল ইসলাম সাঈদ নামের রাবির এক শিক্ষার্থী বলেন, আন্দোলন চলাকালীন বিভিন্ন দেয়ালে এলোমেলোভাবে লেখা অনেক অশোভন ও রাজনৈতিক স্লোগান আমরা সাদা রং দিয়ে মুছে দিচ্ছি। স্বাধীন দেশে সেগুলো দেখতে ভালো দেখাচ্ছিল না। আবার সাদা দেয়ালটাও দেখতে ভালো দেখাবে না বলে সেখানে বিভিন্ন শিল্পকর্ম আঁকছি আমরা। পাশাপাশি দেশ সংস্কারের অভিনব সব স্লোগানও লিখছি।
আরেক শিক্ষার্থী মেহনাজ মল্লিকা তুলনা বলেন, রং নিয়ে ব্রাশের মাধ্যমে দেয়ালগুলো আমরা রঙিন করে তুলতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মতো করেই সাজাব।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew