ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়। মাত্র তিন অক্ষর। কিন্তু শব্দটির আপাদ মস্তক বিষাদে ভরা। এ শব্দটা কানে আসতেই মনটা কেন জানি চমকে উঠে। আবার কখনো-কখনো বিষণ্য হয়ে ওঠে। তবে এখানে যে বিদায়ের কথা বলা হয়েছে, সেটি হলো বদলি জনিত বিদায়। বলা যেতে পারে, নীল কষ্ট। এটা চাকরি জীবনে সবার ক্ষেত্রেই ঘটবে এমনটি চিরায়িত নিয়ম।
এই নিয়মের মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলায় কর্মরত ৫ জন অফিসারকে একদিনে বিদায় সংবর্ধনা জানালেন উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা ও পুঠিয়া উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর উপজেলা অফিসার্স ক্লাব।
এই বিদায় লগ্নে অনেকেই মনে শীতল বাতাসে ছোঁয়া দিয়ে কথা বলেন বিদায় কর্মকর্তারা।
বিদায়ীরা হলেন, ডা. আলী মাজরুই রহমান (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) মামুনুর রশিদ অফিসার ইনচার্জ, (বেলপুকুর থানা, আরএমপি, রাজশাহী) হাসিনা আকতার বেগম (হাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, পুঠিয়া) নীলা ইয়াসমীন (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পুঠিয়া), শামসুন্নাহার (খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, পুঠিয়া, রাজশাহী)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে পুঠিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান, উপজেলা প্রৌকশলী পারভেজ নেওয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সানোয়ারা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান-সহ সকল দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী অফিসার বিদায় সম্মাননা স্বরূপ পুঠিয়া উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew